ইক্ষ্বাকু বংশের রাজা। সংবর্ত এঁর যজ্ঞ পরিচালনা করেছিলেন ইন্দ্র এবং বৃহস্পতির আপত্তি অগ্রাহ্য করে। ভগবান শূলপাণি মরুত্তের ওপর সন্তুষ্ট হয়ে হিমাচলের সুবর্ণময় এক পর্বত দান করেছিলেন। মরুত্তের মৃত্যুর পর এই সুবর্ণরাশি মহাদেবের অনুচর ও যক্ষরা রক্ষা করতেন। যুধিষ্ঠির মহাদেব ও যক্ষদের সন্তুষ্ট করে ভূমি খনন করে এই ধন উদ্ধার করেন ও সেই অর্থ দিয়ে অশ্বমেধ যজ্ঞ পালন করেন।