এক ব্রাহ্মণের স্ত্রীর গর্ভে শূদ্রের ঔরসজাত পুত্র। ব্রাহ্মণত্ব লাভের জন্য অনেক তপস্যা করেও মতঙ্গ তা লাভ করতে পারেন নি। পরে ইন্দ্রের কাছে কামচারী ও কামরূপী বিহঙ্গ হবার বর প্রার্থনা করলে, ইন্দ্র ওঁকে সেই বর দেন। সেই বর পেয়ে মতঙ্গ ছন্দোদেব হয়ে কামিনীগণের পূজ্য হন।