মঙ্গলচন্ডী
মঙ্গলচন্ডী ৯ প্রকার। ১ম বারোমেসে মঙ্গলচন্ডী, ২য় হরিষ মঙ্গলচন্ডী, ৩য় জয়মঙ্গলচন্ডী, ৪র্থ কুলুই মঙ্গলচন্ডী, ৫ম সংকট মঙ্গলচন্ডী ৬ষ্ঠ সংকটা, ৭ম সোদো, ৮ম নাটাইচন্ডী, ৯ম মঙ্গল সংক্রান্তি।
১. বারোমেসে মঙ্গলচন্ডী: প্রতি মঙ্গলবারে এই পূজা করিতে হয়।
২. হরিষ মঙ্গলচন্ডী: ইহা কেবল বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারে করিতে হয়।
৩. জয়মঙ্গলচন্ডী: ইহা কেবল জ্যৈষ্ঠ মাসে করিতে হয়।
৪. কুলুই মঙ্গলচন্ডী: ইহা কেবল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মঙ্গলবারে করিতে হয়।
৫. সংকট মঙ্গলচন্ডী: ইহা অগ্রহায়ণ বা মাঘ মাসের যে-কোনো মঙ্গলবারে করিতে হয়। ইহাকে উদ্ধারচন্ডীও বলে।
৬. সংকটা: সংকটে পড়িলে ইহা যে-কোনো শুক্রবারে করিতে হয়।
৭. সোদো: পৌষ মাসের সংক্রান্তির দিনে এই পূজা করিতে হয়।
৮. নাটাইচন্ডী: অগ্রহায়ণ মাসে প্রতি রবিবারে সায়াহ্নে এই পূজা করিতে হয়।
৯. মঙ্গল সংক্রান্তি: যে মাস ৩০ দিনে সেই মাসের সংক্রান্তি যদি মঙ্গলবারে এবং শুক্লপক্ষে হয় তবে তাহাকে মঙ্গল সংক্রান্তি বলে। ওই দিনে এই পূজা করিতে হয়।