ভাঙাচোরা মন, বল
ভাঙাচোরা মন, বল
এই জীবনটারে কোন জীবনে থুই?
সার্টিফিকেট দিছে দেশের আইনে
দেহের চাকরি শরীর করে
শরীর দিছে মাইনে।
ভাঙাচোরা মন … ।
পড়শি জানে চাকরি করে ঢাকায়,
ভাই বাজানের খোরাক চলে
শরীর বেচা টাকায়।
ভাঙাচোরা মন … ।
শরীর বেচি শোনো ভদ্রলোক,
রাতের নায়ক যারা–তারা-ই
দিনের বিচারক।
ভাঙাচোরা মন … ।
সুর : ফকির আলমগীর
গানটা কি পাওয়া যাবে?