গ্রন্থভূক্ত কবিতা (কাব্যগ্রন্থ)
গান
অগ্রন্থিত কবিতা
গল্প
চলচ্চিত্র কাহিনী ও চিত্রনাট্য
সম্পাদকীয়, গদ্য ও বক্তৃতা
সাক্ষাৎকার
1 of 2

ভাঙাচোরা মন, বল

ভাঙাচোরা মন, বল

ভাঙাচোরা মন, বল
এই জীবনটারে কোন জীবনে থুই?
সার্টিফিকেট দিছে দেশের আইনে
দেহের চাকরি শরীর করে
শরীর দিছে মাইনে।
ভাঙাচোরা মন … ।

পড়শি জানে চাকরি করে ঢাকায়,
ভাই বাজানের খোরাক চলে
শরীর বেচা টাকায়।
ভাঙাচোরা মন … ।

শরীর বেচি শোনো ভদ্রলোক,
রাতের নায়ক যারা–তারা-ই
দিনের বিচারক।
ভাঙাচোরা মন … ।

সুর : ফকির আলমগীর

1 Comment
Collapse Comments

গানটা কি পাওয়া যাবে?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *