কাক্ষীবানের দুহিতা ও ব্যুষিতাশ্বের পত্নী। যক্ষারোগে ব্যুষিতাশ্ব প্রাণত্যাগ করলে, ইনি মৃত পতির সঙ্গে সংগম করে পুত্রলাভ করেছিলেন। পাণ্ডু যখন পুত্রার্থে কুন্তিকে ক্ষেত্রজ পুত্র উৎপাদন করতে বলেছিলেন, তখন কুন্তি তাঁকে ভদ্রার কথা বলেন। পাণ্ডু জানান যে, ব্যুষিতাশ্ব দেবতুল্য ছিলেন। তাঁর মত শক্তি পাণ্ডুর নেই।