এক রাজা যিনি পুত্রকামনায় অগ্নিষ্টুত যজ্ঞ করে শত পুত্র লাভ করেছিলেন। এই যজ্ঞে শুধু অগ্নির স্তুতি হয় বলে, ইন্দ্র অসন্তুষ্ট হয়ে রাজার পুরুষত্ব হরণ করে ওঁকে নারী করে দেন। পুত্রদের হাতে রাজ্যভার দিয়ে স্ত্রীরূপী ভঙ্গাস্বন এক তাপসের আশ্রিত হয়ে বনে বাস করতে লাগলেন। সেই তাপসের ঔরসে ভঙ্গাস্বনের আবার একশত পুত্র হল। ভঙ্গাস্বনের ইচ্ছায় তাঁর পূর্বজাত পুত্ররা ভঙ্গাস্বনের নতুন পুত্রদের সঙ্গে মিলেমিশে রাজত্ব করতে লাগলেন। সেই দেখে কুপীত হয়ে ইন্দ্র তাঁদের মধ্যে এমন বিভেদ সৃষ্টি করলেন যে,হানা হানি করে সবাই বিনষ্ট হল। পুত্রদের মৃত্যু সংবাদে ভঙ্গাস্বন যখন শোক করছেন,তখন ইন্দ্র এসে বললেন যে, ইন্দ্রকে আগে আহবান না করে শুধু অগ্নির স্তুতি করেছিলেন তিনি ভঙ্গাস্বনকে এই শাস্তি দিয়েছেন। ভঙ্গাস্বন ক্ষমা চাওয়াতে ইন্দ্র প্রসন্ন হয়ে হয়ে ওঁর পুত্রদের পুনর্জীবিত করলেন। তারপর ভঙ্গাস্বন পূর্বরূপ ফিরে পেতে চান কিনা জিজ্ঞেস করলে, ভঙ্গাস্বন স্ত্রী রূপেই থাকতে চাইলেন এই বলে যে, স্ত্রী-পুরুষের মিলনকালে স্ত্রীদেরই অধিক সুখ হয়।