এক সময়ে পৃথিবীর প্রার্থনায় কৃষ্ণ (বিষ্ণু) পৃথিবী-পুত্র নরককে এই অস্ত্রটি দিয়েছিলেন। প্রাগ্জ্যোতিষরাজ ভগদত্ত নরকাসুরের কাছ থেকে এই অস্ত্রটি পান। জগতে এই অস্ত্রের অবধ্য কেউ ছিল না। তাই ভগদত্ত যখন অর্জুনকে এই অস্ত্র নিক্ষেপ করেন তখন কৃষ্ণ অর্জুনকে আড়াল করে এটি বক্ষে গ্রহণ করেছিলেন। বৈষ্ণবাস্ত্র বৈজয়ন্তী মালা হয়ে কৃষ্ণের বক্ষলগ্ন হয়েছিল।