মগধের রাজা ও বসুরাজের সন্তান। বিখ্যাত এই যোদ্ধার অধীনে তিন অক্ষৌহিনী সৈন্য ছিল। কাশীরাজের দুই যমজ কন্যা ছিলেন ওঁর মহিষী। কৌশিক মুনি পুত্র হবার জন্য রাজাকে একটি আম্রফল দেন, দুই রানী সেই ফলটি ভাগাভাগি করে খাওয়ার ফলে, ওঁদের দুজনেরই অর্ধ-সন্তান হয়। ওঁরা ভয় পেয়ে সেই অর্ধ-সন্তান দুটিকে প্রাসাদের বাইরে ফেলে দিলে জরা নামে এক রাক্ষসী তাদের উদ্ধার করে। এই দুই অর্ধ-সন্তান হঠাত্ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি পূর্ণ সন্তান হয়ে যায়। সেই রাক্ষসী তখন মগদরাজকে সেই সন্তান উপহার দিয়ে বলেন যে, সে মগধরাজেরই পুত্র। বৃহদ্রথের এই সন্তানই পরে জরাসন্ধ নামে পরিচিত হয়।