অযোধ্যার ইক্ষ্বাকুবংশীয় রাজা। বৃহদশ্ব যখন বনবাস যাবার কথা ভাবছিলেন তখন মহর্ষি উতঙ্ক এসে তাঁকে বলেন যে, বনবাসে যাবার আগে ওঁর আশ্রমের কাছে মধু-কৈটভের পুত্র ধুন্ধু নামে যে দানব আছে – তাঁকে বধ করতে। তাহলে বৃহদশ্বের কীর্তি অক্ষয় হবে। ওঁর পুত্র কুবলাশ্ব উতঙ্কের ইচ্ছা পূর্ণ করবেন – এই বলে সবিনয়ে উতঙ্কের অনুমতি নিয়ে বৃহদশ্ব বনবাসে যান।।