সিন্ধুরাজ জয়দ্রথের পিতা। শত্রু মস্তক ছিন্ন করে পুত্র জয়দ্রথকে বধ করবে এই দৈববানী শুনে, তিনি তপস্যা করে বর লাভ করেছিলেন – যে জয়দ্রথের মস্তক মাটিতে ফেলবে তার নিজের মস্তক শতধা বিদীর্ণ হবে। তাই কৃষ্ণের উপদেশে অর্জুন এমন ভাবে বাণ মেরে জয়দ্রথের মস্তক ছেদন করেছিলেন যে, জয়দ্রথের মস্তক বহুদূরে তাঁর ধ্যানরত পিতার কোলে গিয়ে পড়ল। পিতা সচকিত হয়ে উঠে দাঁড়াতেই সেই মস্তকটা মাটিতে পড়ল,আর সঙ্গে সঙ্গে বৃদ্ধক্ষাত্রের নিজের মস্তক চূর্ণ-বিচূর্ণ হল।