বিশ্বাস
পৃথিবীতে বিশ্বাসের মৃত্যু হয়েছে। বিশ্বাস করেছ কি মরেছ। একান্ত পারিবারিক সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই। ভাই ভাইকে বিশ্বাস করে না। পিতা পুত্রদের বিশ্বাস করেন না। স্বামী স্ত্রীকে বিশ্বাস করেন না, স্ত্রী স্বামীকে। যানবাহনের সহযাত্রীকে বিশ্বাস নেই। নির্জন পথে এক পথচারী আর এক পথচারীকে বিশ্বাস করতে পারেন না। একটু বেশি রাতে কোনও ট্যাকসিতে কোনও মহিলা একা আরোহী হতে কখনও সাহসী হবেন না। আবার গভীর রাতে কোনও ট্যাকসিচালক পিছনে তিনজন আরোহী নিতে বাধ্য হলেও প্রতিমুহূর্তে তাঁর আতঙ্ক গলায় ফাঁস বা পিঠে ছুরি পড়লেই হল।
দুই বন্ধু এক বান্ধবীকে নিয়ে একটি হোটেলে উঠেছে। ছুটি, বেড়ানো, আনন্দ। তারা চলে গেল, দেখা গেল ঘরের খাটের তলায় বস্তাবন্দি একজনের মৃতদেহ। প্রেমের ত্রিভুজের সহজ সরলীকরণ। একটি ভূ-ছিন্ন বেওয়ারিশ লাশ। অপরাধী হয়তো ধরা পড়বে না। জীবনস্রোতে মিশে যাবে। কোথাও পাতবে প্রেমের সংসার। যে-ছুরিতে প্রতিদ্বন্দ্বীর শ্বাসনালি কেটেছিল সেই ছুরিতেই মুরগির গলা কেটে কারি বানিয়ে খাবে। সেই মুহূর্তে কোনও প্রেতাত্মা তাদের খাবার টেবিলে এসে বসবে না।
সমুদ্র সৈকতে ঘর ভাড়া নিয়েছিল এক তরুণ দম্পতি। মালিক দেখলেন, আহা! প্রেমের ছবি! হাসি হাসি মুখ। পরস্পর গাত্র-সংলগ্ন। সন্দেহ হয়নি এতটুকু। তিনি দিন পরে দেখা গেল, ছেলেটি মেয়েটিকে খাটের মশারি টাঙাবার দণ্ডটির সঙ্গে বেশ করে বেঁধেছে। সম্পূর্ণ নগ্ন। গলায় নলিটি কেটে দিয়ে সরে পড়েছে। মেয়েটির চিৎকার করার ক্ষমতা ছিল না। কোনওরকমে নিজেকে মুক্ত করে বাইরে ছুটে বেরোতেও পারবে না, কারণ নয়। রক্তক্ষরণে দাঁড়িয়ে-দাঁড়িয়ে মৃত্যু। কত স্বপ্নের জাল বুনেছিল প্রেমিক। সমুদ্র সৈকতে তারা-ভরা আকাশের তলায় হাতে হাত রেখে ঢেউ ভাঙা দেখেছিল। যাকে বিশ্বাস করে ঘর ছেড়েছিল, সে পৃথিবী ছাড়া করে দেবে এ কি সে স্বপ্নেও ভাবতে পেরেছিল।
কটা টাকার জন্যে বাপকে মেরে ছেলে আর তার স্যাঙাত বাপেরই গাড়িতে করে লাশ পাচার করতে যাচ্ছিল। ‘হাইওয়ে পেট্রল’ হঠাৎ কি সন্দেহে তাড়া করে ধরে ফেলল। পাওয়া গেল, লাশ, টাকা, ব্যাবসার দরকারি কাগজ পত্র, শেয়ার।
তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো! পৃথিবীতে এসেছি, হয়তো আবার আসতে হবে। কিন্তু জায়গাটা তো বিশেষ সুবিধের নয়। কুমির হাঙরে ভরা। মাথার ওপর শকুনের চক্কর। পিতা, মাতাও তো ঘাতক হতে পারে। কত নবজাতকই তো ডাস্টবিনে পরিত্যক্ত হয়। কত শিশুকেই তো বিদেশ পাচার করে দেওয়া হয়। নিজের কন্যাকে বিক্রি করা হয় দেহ-ব্যাবসার দালালদের কাছে। বিদেশে চাকরির লোভ দেখিয়ে যুবতীদের পাচার করা হয় বিদেশে নিগৃহীতা হওয়ার জন্যে।
এসব চূড়ান্ত দৃষ্টান্ত। এ ছাড়া যা আছে ঘরে-ঘরে স্বাভাবিক নির্যাতন। রাগি মা শাসনের নামে তার শিশু সন্তানটিকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করছে। স্ত্রী স্বামীকে গেলাস ছুড়ে মারছে, অথবা স্বামী স্ত্রীকে পেটাচ্ছে। স্ত্রী যেহেতু অসহায়, দিনের পর দিন নীরবে নির্যাতন সহ্য করছে এবং পর্যায়ক্রমে ওই পুরুষটির সন্তানও ধারণ করছে। কেয়া বাত।
করুণ, বীভৎস, শান্ত, সুন্দর, মধুর, বাৎসল্য, রুদ্র কঠোর সবরকম রসে সৃষ্টি ভরে আছে। সেই কারণেই পৃথিবীতে এত মজা। সব পাশাপাশি। এ-ঘরে স্বামীর শিয়রে জেগে আছে স্ত্রী। আরোগ্য কামনায় সেবা আর অবিরল প্রার্থনা। ও ঘরে আর এক স্ত্রী বিশ্বাসী স্বামীকে দুধের সঙ্গে আর্সেনিক মিশিয়ে সোহাগ করে খাওয়াচ্ছে। এর হাতের ছুরিতে প্রাণ মরে, সার্জেনের হাতের ছুরিতে প্রাণ বাঁচে। একজন বললেন, ব্যাপারটি বুঝলেন না। পৃথিবীতে যিনি তিল সৃষ্টি করেছেন, তিনি তালও করেছেন, আবার বিরাট পর্বত তাঁরই সৃষ্টি। ছুঁচের পাশে হাতি। একই টিনের চালে বেড়াল আর পায়রা। একই অরণ্যে বাঘ আর হরিণ। তাহলে কী হবে? কী পাওয়া গেল? একটি মাত্র শব্দ, স্বভাব। শিক্ষা, দীক্ষা, বক্তৃতা, শাসন, প্রহার, শাস্তি, কিছুই কিছু নয়। চোর চুরি করবে, সাধু সেবা করবেন, খুনী খুন করবে, বিশ্বস্ত প্রাণ দেবে, কোনও সন্তান পিতা-মাতার সেবা করবে, কোনও সন্তান স্ত্রী কথায় ওঠবোস করবে।
যে যে ঘরের মানুষ সে সেই ঘরেই থাকবে। ঘর চিনতে ভুল হলেই বিপদ। আর সেই ভুল অহরহই হবে, তা না হলে নাটক জমবে কী করে। পৃথিবীর নাট্যমঞ্চে অনাদিকালের পালা চলেছে, সেই পালায় ঐতিহাসিক খুঁজছেন ইতিহাস, দার্শনিক খুঁজছেন দর্শন, রাজনীতিক খুঁজছেন তত্ব, লেখক খুঁজছেন গল্প।