হায় গো রানী , বিদায়বাণী এমনি করে শোনে ? ছি ছি , ওই - যে হাসিখানি কাঁপছে আঁখিকোণে ! এতই বারে বারে কি রে মিথ্যা বিদায় নিয়েছি রে , ভাবছ তুমি মনে মনে এ লোকটি নয় যাবার— দ্বারের কাছে ঘুরে ঘুরে ফিরে আসবে আবার । আমায় যদি শুধাও তবে সত্য করেই বলি— আমারো সেই সন্দেহ হয় ফিরে আসব চলি । বসন্তদিন আবার আসে , পূর্ণিমা - রাত আবার হাসে , বকুল ফোটে রিক্ত শাখায়— এরাও তো নয় যাবার । সহস্র বার বিদায় নিয়ে এরাও ফেরে আবার । একটুখানি মোহ তবু মনের মধ্যে রাখো , মিথ্যেটারে একেবারেই জবাব দিয়ো নাকো । ভ্রমক্রমে ক্ষণেক - তরে এনো গো জল আঁখির ‘পরে আকুল স্বরে যখন কব ‘ সময় হল যাবার' । তখন নাহয় হেসো , যখন ফিরে আসব আবার ।