বস্তিতে ভগবান এসেছেন
রেললাইনের ওপর বসে আছেন কে! ও কি!
ভগবান নাকি?
ও ভগবান, দেখছেন কী!
ওদের নেভা চুলো!
শুকনো সানকি!
মাছি বসে বুড়োদের দুর্গন্ধ ঘাএ
যুবতীরা ভেজা কাপড় শুকোয় গায়ে
বেশরম যুবতীরা, যার তার বিছানায় শোয়! আস্ত খানকি!
দেখুন এক চালার তলে ঘুমোয় কজন!
শরীরের তলে চাপা পড়ে মরছে ওদের মন…
কপাল কুঁচকে ভাবছেন কি?
নরকের নীল নকশা আঁকছেন?
হঠাৎ উঠছেন যে! ও কি ভগবান!
নাকে রুমাল চেপে বড় যে পালাচ্ছেন।