যযাতির কন্যা মাধবীর কানীন (কন্যা অবস্থায় জাত) পুত্র। এঁর পিতা ছিলেন অযোদ্ধার রাজা হর্যশ্ব। একবার বসুমনা ও তাঁর বৈপিত্র ভ্রাতাদের (শিবি, প্রতর্দন ও অষ্টক) সঙ্গে ভ্রমণ করতে করতে স্বর্গ থেকে ভ্রাতাদের মধ্যে কে আগে নরলোকে ফিরে আসবেন – এই প্রশ্নের উত্তরে দেবর্ষি নারদ বলেছিলেন যে, অষ্টক প্রথমে, তারপরে প্রতর্দন ও তারপরে বসুমনা ফিরবেন। তার কারণ হিসেবে নারদ বলেছিলেন যে, একদিন তিনি বসুমনোর গৃহে গিয়ে আশীর্বাদ করেছিলেন যে, ওঁর একটি পুষ্পক রথ হবে। বসুমনার যখন পুষ্পক রথ হল, তখন নারদ তার প্রশংসা করতে বসুমনা বললেন যে, রথটি নারদেরই। দ্বিতীয়বার নারদ গিয়ে যখন আবার প্রশংসা করলেন, তখনও বসুমনা বললেন যে, রথটি নারদেরই। তৃতীয়বার নারদের রথের প্রয়োজন হয়েছিল, কিন্তু সেবার তিনি যেতে বসুমনা আর রথটি নারদেরই বললেন না। শুধু বললেন যে, নারদের অশীর্বাদ সত্য হয়েছে। এই কপট বাক্যের জন্য অন্য দুই ভ্রাতার থেকে পরে হলেও – বসুমনারও স্বর্গ থেকে পতন ঘটবে।