বশিষ্ট

ব্রহ্মার মানস পুত্র। বিখ্যাত মুনি ও অরুন্ধতীর পতি। ওঁর একশত পুত্রকে শাপগ্রস্থ রাজা কল্মাষপাদ রাক্ষস হয়ে উদরস্ত করেন। ওঁর পৌত্র হলেন পরাশর মুনি। বশিষ্ঠ সাধারণভাবে শান্ত স্বভাবের ঋষি হলেও মাঝেমাঝে ওঁকে তেজঃপ্রভাব প্রকাশ করতে দেখা যায়। একবার দেবগণ মানসরোবরের তীরে যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে খলী নামে এক দানব যাজ্ঞিকগণকে বিনাশ করতে উদ্যত হয়েছিলেন। খলী আর তাঁদের সঙ্গীদের সেই কালে মৃত্যু ভয় ছিল না। ব্রহ্মদত্ত বরে কারোর মৃত্যু হলেও, মানসসরোবরে তাঁকে নিক্ষিপ্ত করলেই তৎক্ষণাৎ তাঁর পুনর্জীবন হত। দেবতারা তাই দানবদের ভয় ভীত হয়ে ইন্দ্রের আশ্রয় নিলেন। ইন্দ্র কোনও উপায় না খুঁজে পেয়ে বশিষ্ঠের শরণাপন্ন হলেন। বশিষ্ঠ ইন্দ্রকে অভয় দিয়ে স্বীয় তেজঃপ্রভাবে দৈত্যদের একসঙ্গে সবাইকে ভস্মাস্যাৎ করলেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *