দানবরাজ। বিরোচনের পুত্র ও প্রহলাদের পৌত্র। ইনি একসময়ে পিতামহ প্রহলাদকে প্রশ্ন করেছিলেন যে, ক্ষমা ও তেজ এর মধ্যে কোনটো শ্রেয়েস্কর। প্রহলাদ বলেছিলেন যে, নিরবিচ্ছিন্ন তেজ আশ্রয় করলে কখনও শ্রেয়লাভ হয় না। আবার প্রতিনিয়ত ক্ষমা করাও শুভ নয়। পূর্বে যে ব্যক্তি বহুবিধ উপকার সাধন করে পরে গুরুতর অপরাধ করে, তার অপরাধ মার্জনা করা উচিত। যে ব্যক্তি অজ্ঞানতাবশত অপরাধ করে – সেও ক্ষামার্হ। কিন্তু যারা দুর্বুদ্ধিবশত অপরাধ করে,তাদের দমন করা উচিত।