অপ্সরা যিনি কুবেরের প্রিয়া ছিলেন। বেদাধ্যয়নরত এক রূপবান ব্রাহ্মণকে প্রলুব্ধ করার চেষ্টা করাতে সেই ব্রাহ্মণ বর্গা ও তাঁর চার সখীকে (সৌরভেয়ী, সমীচী, বুদ্বুদা ও লতা) শাপ দেন যে, তাঁদের কুম্ভীর হয়ে শত বর্ষ জলে বাস করতে হবে। পরে বর্গা ও তাঁর সখীরা অনেক অনুনয় করলে,তিনি বলেন যে, যদি কোনও পুরুষশ্রেষ্ঠ ওঁদের জল থেকে তোলেন, তাহলে ওঁরা আবার নিজরূপ ফিরে পাবেন। বর্গাদের দুঃখ দেখে নারদ ওঁদের বলেন দক্ষিণ সাগরে পঞ্চতীর্থে যেতে। সেখানে অর্জুন এসে ওঁদের মুক্ত করবেন। অর্জুন যখন বনবাসে গিয়েছিলেন তখন তিনি বর্গাদের শাপমুক্ত করেন।