জলের দেবতা। কশ্যপ ও তাঁর পত্নী অদিতির পুত্র। বরুণের কাছ থেকেই অর্জুন তাঁর গাণ্ডীব ধনু পান। বরুণ চন্দ্রের কন্যা চান্দ্রেয়ীকে কামনা করতেন। কিন্তু চান্দ্রেয়ীর বিবাহ হল উতথ্যের সঙ্গে। বিবাহের কিছুদিন পরে চান্দ্রেয়ী যখন যমুনায় স্নান করছিলেন, বরুণ ওঁকে জলের মধ্যে অপহরণ করে নিজের অপূর্ব সুন্দর পুরীতে নিয়ে যান। সেইখানে বরুণ চান্দ্রেয়ীর সঙ্গে বহুদিন পরম সুখে বিহার করেন। উতথ্য নারদের কাছে জানতে পেরে, বরুণের পুরী জলশূন্য করে বরুণকে বাধ্য করেন চান্দ্রেয়ীকে ফিরিয়ে দিতে।