দাল্ভগোত্রীয় মুনি। দ্বৈতবনে সরস্বতী নদীর কাছে পাণ্ডবরা যখন আশ্রম নির্মাণ করে বাস করছেন, তখন ইনিই পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ইনি যুধিষ্ঠিরকে যশস্বী বেদবিৎ ব্রাহ্মণদের পরামর্শ ও উপদেশ নিতে বলেছিলেন। বলেছিলেন যে, এই রকম ব্যক্তিদের পরামর্শেই অলব্ধ বিষয় লাভ, লভ্য বিষয় বৃদ্ধি, যোগ্যপাত্রে দান সম্ভব হয়। ইন্দ্রের সখা এই বক ঋষি চিরজীবি ছিলেন। ওঁর যখন লক্ষ বৎসর বয়স, তখন ইন্দ্র ওঁর কাছে চিরজীবিদের সুখ ও দুঃখ সম্পর্কে জানতে এসেছিলেন।