আমি বিকাব না কিছুতে আর আপনারে । আমি দাঁড়াতে চাই সভার তলে সবার সাথে এক সারে । সকালবেলার আলোর মাঝে মলিন যেন না হই লাজে , আলো যেন পশিতে পায় মনের মধ্যে একবারে । বিকাব না , বিকাব না আপনারে । আমি বিশ্ব - সাথে রব সহজ বিশ্বাসে । আমি আকাশ হতে বাতাস নেব প্রাণের মধ্যে নিশ্বাসে । পেয়ে ধরার মাটির স্নেহ পুণ্য হবে সর্ব দেহ , গাছের শাখা উঠবে দুলে আমার মনের উল্লাসে । বিশ্বে রব সহজ সুখে বিশ্বাসে । আমি সবায় দেখে খুশি হব অন্তরে । কিছু বেসুর যেন বাজে না আর আমার বীণা - যন্তরে । যাহাই আছে নয়ন ভরি সবই যেন গ্রহণ করি , চিত্তে নামে আকাশ - গলা আনন্দিত মন্ত্র রে । সবায় দেখে তৃপ্ত রব অন্তরে ।