1 of 2

পিয়ারীমোহন সেন

পিয়ারীমোহন সেন

রামকমল সেনের মধ্যম পুত্র পিয়ারীমোহন হিন্দু কলেজে শিক্ষালাভ করেন। তিনি পিয়ারীচাঁদ মিত্রদের সমসাময়িক ছিলেন। তিনি ধর্মপ্রাণ ও দয়াবান মানুষ ছিলেন। তাঁর এই চারিত্রিক বৈশিষ্ট্যই হয়ত তাঁর পুত্র কেশবচন্দ্র সেনের মধ্যে প্রকাশ পেয়েছিলেন। শান্ত প্রকৃতির পিয়ারীমোহন ছিলেন সঙ্গীতজ্ঞ ও সঙ্গীতপ্রিয়। সেতারবাদনে বিশেষ দক্ষ ছিলেন। প্রশস্ত-হৃদয় দয়াবনা এই মানুষটিকে সকলেই শ্রদ্ধা করতেন। পরম বৈষ্ণব পিয়ারীমোহনের কপালে সবসময় তিলক আঁকা থাকত। জীবিকার জন্য প্রথমে তাঁকে সমৃদ্ধ মেসার্স ব্যাগ্‌শ অ্যান্ড কোম্পানির বেনিয়ান করা হয়, পরবর্তীালে তিনি কলকাতা টাকশালের বুলিয়ানকীপারের পদ লাভ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *