দ্বিতীয় খন্ড
উত্তরপর্ব
2 of 3

পরিহর ভূপ বংশ বর্ণন

।। পরিহর ভূপ বংশ বৰ্ণন।।

ভৃগুবর্য শৃণু ত্বং বৈ বংশ পরিহরস্য চ। জিত্বা বৌদ্ধান পরহরোর্থববেদপরায়নঃ।১। শক্তিং সর্বময়ীং নিত্বা ধ্যাত্বা প্রেমপরোহ ভবৎ। প্রসন্না স তদা দেবী সার্ধযোজন মায়তম্।।২। নগরং চিত্রকূটাদ্রৌ চকার কলিনির্জরম্ কলিযত্র ভবেদ বদ্ধো নগরেহস্মিন সুরপ্রিয়ে।।৩।। অতঃ কলিঞ্জরো নাম্না প্রসিদ্ধোহ ভূন্ মহীতলে। দ্বাদশাব্দং কৃতং রাজ্যং তেন পূর্বপ্ৰদেশকে।।৪।। গৌরবর্মা তস্য সুতঃ কৃতং রাজ্যং পিতুঃ সমম্। স্বানুজং ঘোরবর্মানং তত্রাস্থাপ্য মুদান্বিতঃ।।৫।।

।। পরিহর ভূপ বংশ বৰ্ণন।।

এই অধ্যায়ে পরিহর ভূপতি বংশের নৃপতিগণের বৃত্তান্ত বর্ণন করা হয়েছে।

শ্রী সূতজী বরলেন–হে ভৃগুবর্ম, এখন আপনারা পরিহর রাজার বংশ শ্রবণ করুন। অথর্ব বেদ পরায়ন রাজা পরিহর বৌদ্ধগণকে জয় করেছিলেন। অতঃপর নিত্য সর্বময়ী শক্তির ধ্যান করে তিনি প্রেমপরায়ন হয়েছিলেন। রাজার ধ্যানে দেবী পরমপাসন্ন হয়ে চিত্রকূট পবৃতে দেড় যোজন বিস্তৃত কলি নির্জর নগর নির্মাণ করেন। সেখানে এই সুর প্রিয় নগর কলিবদ্ধ হয়েছিল।। ১-৩।।

এই কারণে এই নগর কলিঞ্জর নামে প্রসিদ্ধ। রাজা সেখানে পূর্ব প্রদেশে দশবৎসর রাজত্ব করেন। তার পুত্র গৌর বর্মা পিতৃতুল্য রাজ্য শাসন করেন। পুনরায় তিনি অনুজ ঘোরবর্মাকে সিংহাসনে বসিয়ে গৌড় দেশে এসে গৌড় রাজ্য ভোগ করেন। তার পুত্র রুপণও পিতার ন্যায় রাজসুখ ভোগ করেন। তার পুত্র কারবর্মা। তার পুত্র শঙক রাজ হন যিনি সনাতনী মহালক্ষী আরাধনা করেন। ৩বৎসর পরে কামাক্ষীরূপ ধারী ভক্তপালন কারী দেবী রাজার কাছেছিলেন। কার বর্মা ৫০ বছর রাজত্ব করেন।। ৪-৯।।

গৌড়দেশং সমাগম্য তত্র রাজ্যমকারয়ৎ। সুপর্ণো নাম নৃপতিস্ততোহভূদ গরবর্মণঃ।।৬।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং রূপণস্তৎ সুতোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং কারবর্মা সুতোহ ভবৎ।।৭।। শঙ্কো নাম ততো রাজা মহালক্ষীং সনাতনীম্। ত্রিবর্ষান্তে চ সা দেবী কামাক্ষীরূপ ধারিণী।।৮।। স্বভক্তপালনা চৈব তত্র বাসমকারয়ৎ। শতাদ্বাব্দং কৃতং রাজ্যং তেন বৈ কামবৰ্মণা।।৯।। মিথুনং জনয়ামাস ভোগো ভোগবতী হি সা। বিক্ৰমায়ৈব নৃপতিঃ সুতাং ভোগবতীং দদৌ।।১০।। স্বারাজ্যং চ স্বপুত্রায় প্ৰদদৌ ভোগবর্মণে। পিতুস্তল্যং কৃতং রাজ্যং কালিবৰ্মা সুতোহ ভবৎ। মহোৎস্বং মহাকাল্যাঃ কৃতবান্ স চ ভূপতি। তস্মৈ প্রসন্না বরদা কালী ভূত্বা স্বয়ং স্থিতা।।১২।। কলিকা বহুপুম্পার্ণা সা চকার স্বহর্ষতঃ। তাভির্ভবং চ নগরং সজ্ঞাতং চ মনোহরম্।।১৩।।

তিনি ভোগ নামক পুত্র ও ভোগবতী নামক কন্যার জন্ম দেন। সেই ভোগবতীকে তিনি রাজা বিক্রমকে দান করেন এবং পুত্র ভোজকে রাজ্য দিয়ে দেন। তিনিও পিতৃতুল্য রাজত্ব করেন। তার পুত্র কালিবর্মা মহাকালী দেবীর মহোৎসব করেছিলেন। তারপ্রতি প্রসন্ন হয়ে তাকে বরদান করতে কালীরূপে স্বয়ং এসেছিলেন। তাকে আনন্দের সঙ্গে অনেক পুষ্প কলিকা দিয়েছিলেন। সেই কলিকা থেকে উৎপন্ন নগর অত্যন্ত মনোহর হয়েছিল। তখন থেকে এই পৃথিবীতে কলিকাতা পুরী নামে সেই নগরী প্রসিদ্ধ। সেই রাজার কৌশিক নামধারী পুত্র গত হয়। তিনি পিতৃতুল্য রাজ্য উপভোগ করেন।। ১০-১৪।।

কলিকাতাপুরী নান্না প্রসিদ্ধাভূন্ মহীতলে। কৌশিকস্তস্য তনয়ঃ পিতুস্তল্যং কৃতম্ পদম্।।১৪।। কাত্যায়নস্তস্য সুতঃ পিতুস্থল্যং কৃতং পদম্। তস্য পুত্রো হেমবতঃ পিতুস্তল্যং কৃতং পদম্।।১৫।। শিববর্মা চ তৎপুত্রঃ পিতুস্তল্যং কৃতং পদম্। ভববর্মা চ তৎপুত্রঃ পিতুস্তল্যং কৃতং পদম্।।১৬।। রুদ্রবর্মা চ তৎপুত্রঃ কৃতং রাজ্যং পিতুঃ সমম্। ভোজবর্মা চ তৎপুত্রঃ ত্যক্ত্বা বৈ পৈতৃকং পদম্।।১৭।। ভোজরাষ্ট্রং বনোদ্দেশে কারয়ামাস বীর্যবান্। পিতুস্তল্যং কৃতং রাজ্যং গববর্মা নৃপো ভবৎ।।১৮।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বিন্ধ্যবর্মা নৃপো ভবৎ। স্বানুজায় স্বকং রাজ্যং দত্ত্বা বংগমুপাযযৌ।।১৯।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুখসেনস্ততোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বলাকস্তস্য চাত্মজঃ।।২০।। দশবর্ষং কৃতং রাজ্যং লক্ষ্মমস্তৎসুতোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং মাধবস্ত‍ সুতোহ ভবৎ।।২১।

কৌশিকের পুত্র কাত্যায়ন এবং কাত্যায়ন পুত্র হেমত তার পুত্র- পৌত্রাদিগণ শিববর্মা ভববর্মা পিতৃতুল্য রাজ্য পালন করেন।। ১৫-১৬।।

ভব বর্মার পুত্র রুদ্র বর্মা পিতার সমান রাজ্য উপভোগ করেন। তার পুত্র ভোজবর্মা পৈতৃক পদ ত্যাগ করে বনোদ দেশে ভোজ রাষ্ট্র নির্মান করেন। তার পুত্রগববর্মা পিতৃতুল্য রাজত্ব করেন। পুনরায় বিন্ধবর্মা রাজা হলে তিনি অনুজকে রাজ্য ছেড়ে দিয়ে বংদেশে আসেন। পুনরায় সুখসেন বালক-লক্ষণ-মাধব-কেশব-সুর সেনা পিতার ন্যায় রাজত্ব করেন। তার পুত্র নারায়ণও পিতৃতুল্য রাজ্য পালন করেন। তার পুত্র শান্তি বর্মা ভাগীরথী তীরে শান্তি পুর নগর রচনা করেন। তিনি সেখানে পিতার ন্যায় রাজত্ব করে বসবাস করতে লাগলেন।। ১৭-২৪।।

পিতুস্তল্যং কৃতং রাজ্যং কেশবস্তৎসুতোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং সুরসেনস্ততোহ ভবৎ।।২২।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ততো নারায়নোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং শান্তিবর্মাসুতোহ ভবৎ।।২৩। গংগাকূলে শান্তিপুরং রচিতং তেন ধীমতা। নিবাসং কৃতবাভূপঃ পিতুস্তল্যং কৃতং পদম্।।২৪। নদীবর্মা তস্য সুতো গংগাদত্তবরো বলী। চকার নগরীং রম্যাং নদীহাং গৌড়রাষ্ট্রগাম্।।২৫।। গংগয়া চ তদাহূতোভিজ্ঞো বিদ্যাধরঃ স্বয়ম্।। তেনৈব রক্ষিতা চাসীৎ পুরী বেদপরায়নী।।২৬।। বিংশদ্বষং কৃতং রাজ্যং তেন রাজ্ঞা মহাত্মনা। গংগাবংশস্ততো জাতো বিশ্রুতোহভূন্ মহীতলে।।২৭। শাঙ্গদেবস্তস্য সুতো বলবান্ হরিপূজকঃ। গৌড়দেশমুপাগম্য হরিধ্যানপরো ভবৎ।।২৮।।

তার পুত্র মদী বর্মা গঙ্গা কর্তৃক দত্ত বরদানী এবং বলী ছিলেন। তিনি গৌড় রাষ্ট্রে স্থি হয়ে মদীহা নামক এক রম্য নগরী নির্মাণ করেন। সেই সময় সেই বিদ্যাধর গঙ্গা আহ্বান করেন। তারা দ্বারা সেই দেবপরায়ণ পুরী সুরক্ষিত ছিল। সেই মহাত্মা রাজা ২০বছর পর্যন্ত রাজ্য পালন করেন। তখন থেকে সেই গঙ্গবংশ এই মহীতলে প্রসিদ্ধ ছিল। তার পুত্র শাঙ্গদেব জাত হন।তিনি মহাবলবান এবং হরিভক্ত ছিলেন। তিনিই গৌড় দেশে এসে হরিধ্যান পরায়ণ ছিলেন।। ২৫-২৮।।

দশবর্ষং কৃতং রাজ্যং গংগাদেবস্ত তৎসুতঃ। বিংশদবর্যং কৃতং রাজ্যং চানগস্তস্য ভূপতিঃ।।২৯।। তনয়ো বলবান্ শ্চাসীদ গৌড়দেশ মহীপতিঃ।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ততো রাজেশ্বরোহ ভবৎ।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং নৃসিংহস্তনয়োহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং কলিবৰ্মা সুতোহ ভবৎ।।৩১। রাজদেশমুপাগম্য জিত্বা তস্য নৃপং বলী। মহাবতীং পুরীং রম্যা মধ্যাস্য সুখিতোহ ভবৎ।।৩২।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ধৃতিবর্মা সুতোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তস্য পুত্রোমহীপতিঃ।।৩৩।। জয়চন্দ্রাজ্ঞয়া ভূপ উর্বীমামিতি স্মৃতাম্। নগরীং কারয়ামাস তত্র বাসমকারয়ৎ।।৩৪।। কুরুক্ষেত্রে হতাঃ সর্বে ক্ষত্রিয়াশ্চন্দ্রবংশিনঃ। তদা মহীপতী রাজা মহাবৎ সধিপোহ ভবৎ।।৩৫।।

তার পুত্র গঙ্গাদেব দশবৎসর রাজত্ব করেন। তার পর অঙ্গ ভূপতি জাত হন। তিনি ২০বৎসর রাজত্ব করেন। তার পুত্র মহাবলবান্ ছিলেন এবং তিনি গৌড়দেশের নৃপতি হন। তিনি পিতৃতুল্য রাজ্য পালন করেন। তার পুত্র রাজ্যেশ্বর পিতৃতুল্য রাজ্য পালন করেন। তার পুত্র নৃপসিংহ পিতার ন্যায় রাজ্য শাসন করেন। তার পুত্র কলিবর্মা রাষ্ট্রদেশে গিয়ে সেখানে রাজগণকে জয় করে মহাবতী নাকম রম্য পুরী রচনা করে সুখী হন। পিতৃতুল্য রাজ্য শাসন করেন। তার পুত্র ধৃতবর্মা পিতার তুল্য রাজপদ ভোগ করেন। তার পুত্র মহীপতি রাজা জয়চন্দ্রের আদেশে ঊবীমায়াতে নগরী রচনা করে সেখানে নিবাস করেন।। ২৯-৩৪।।

চন্দ্রবংশের, সমস্ত নৃপতি কৃরুক্ষেত্রের যুদ্ধে নিহত হন। সেই সময় রাজা মহীপতি সেই মহাবতী নগরীর রাজা হন।। ৩৫।।

বিংশদ্বর্যং কৃতং রাজ্যং সহেদ্দীনেন বৈ ততঃ। কুরুক্ষেত্রেং মৃতি প্রাপ্তা সুযোধনকলাংশকাঃ।।৩৬।। ঘোরবর্মা তু নৃপতিঃ সুতঃ পরিহরস্য বৈ। কলিঞ্জরে কৃতং রাজ্যং শার্দূলস্ত‍ সুতোহ ভবৎ।।৩৭।। তদন্বয়ে চ যে ভূপাঃ শার্দুলীয়াঃ প্রকীর্তিতাঃ।। ভূপানাং বহুধা রাষ্ট্রং শার্দূলান্বয়সম্ভবম্।।৩৮।। বভূব সর্বতো ভূমৌ মহামায়া প্ৰসাদতঃ। ইতি তে কথিতং বিপ্ৰ পাবকীয় মহীভূজাম্।।৩৯।। কুলং সকলপাপঘ্নং যথৈব শশিসূর্যয়োঃ। পুনরণ্যৎ প্রবক্ষামি যথাজাতঃ স্বয়ং হরিঃ।।৪।।

সেই মহীপতি ২০বৎসর রাজত্ব করেন। তার পর সহোদদীনের দ্বারা সুবোধন কলাংশ মৃত্যু প্রাপ্ত হন।। ৩৬।।

ঘোর বর্মা পরিহর পুত্র ছিলেন। তিনি কলিঞ্জরে রাজত্ব করেন। তার পুত্র শার্দুল রাজা হন এবং তার বংশ শার্দুলীর বংশ নামে খ্যাত হয়। শার্দুল বংশে জাত বহু রাজা রাজত্ব করেন। যারা মহামায়ার প্রভাবে ভূমিতে এসেছিলেন। হে বিপ্ৰ তোমাকে আমি পাবকীর রাজকুল সম্পর্কে বলেছি যা চন্দ্র-সূর্য বংশের ন্যায় সমস্ত পাপ নাশক। এখন অন্য বৃত্তান্ত বলছি যেমন করে হরি স্বয়ং সমুৎপন্ন হন।। ৩৭-৪০।।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *