পত্ৰ-১৭
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
পশ্চিম রাজাবাজার
ঢাকা–১২১৫
শিমুল
বড্ড দুশ্চিন্তা হচ্ছে।
সেই বারো তারিখ থেকে একেবারে বিচ্ছিন্ন। কোনো রকম যোগাযোগ নেই। চিঠি লিখে, টেলিগ্রাম কোরে সংবাদ তো পাঠাবে। বেগমরা ঢাকা ফিরেছে। তুমি তো মোংলার ঠিকানা নিতে পারোনি। আর আমিও তোমার গোপালগঞ্জের ঠিকানা জানি না। বেশ, চমৎকার!
তুমি কোথায় কেমন আছো কিভাবে জানি? শরীরটা একটু ভালো এখন। পেটে ব্যথা হচ্ছে না আর। ওষুদ খাচ্ছি।
তুমি ভালো আছো তো?
রুদ্র
২৫.০৪.৯১