পত্ৰ-৯
০৫.১০.৮৪
মোংলা
সকাল
ভালোবাসি। ভালোবাসি। ভালোবাসি।
ভালোবাসি। ভালোবাসি। ভালোবাসি।
তোমাকেই, শুধু তোমাকেই ভালোবাসি।
যদি কখনো মনে হয় আমাকে ভালোবেসে ভুল করেছো, যদি কখনো মনে অনুশোচনা আসে, যদি মনে হয় আমার জন্যে আরো ভালো কাউকে ছেড়ে এসেছো, আরো সুপিরিওর (!) কেউ তোমার ভালোবাসা পেতে পারতো, তোমার স্বামী হতে পারতো— তবে পুনর্বার ভেবে দেখতে পারো।
ভালোবাসি আমি শুধু তোমাকেই,
শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসি।
আমাকে নিয়ে যদি তুমি হীনমন্যতায় ভোগো, যদি দ্বিধা হয়, যদি ফিরে যেতে ইচ্ছে করে, যদি অনুতাপ এসে তোমাকে পোড়ায়— তবে পুনর্বার ভেবে দেখতে পারো।
আমি শুধু তোমাকেই ভালোবাসি।
অনেক আঁধার আমাকে ছিন্নভিন্ন করেছে।
নীল হয়েছে আমার শিরা-উপশিরা। তবু—
তবু, আমি শুধু তোমাকেই ভালোবাসি।
তোমাকেই, শুধু তোমাকেই—
রোদ
১১.১০ তারিখ ৩টায় প্রেসক্লাবে দ্যাখা হবে।