নারী
জন্মভূমি তোমাকে জন্ম দেয়নি। তুমি আমেরিকাতেও জন্ম নিতে পারতে। তুমি এস্কিমোদের দেশেও জন্ম নিতে পারতে। জন্মভূমি নিয়ে এত আবেগ আর উত্তেজনার কোনও কারণ নেই। দেশের সীমানা তৈরি করেছে হিংসুক মানুষেরা। অথবা ভয়ার্ত মানুষেরা। নারীকে শুইয়ে নারীর যোনী দেখিয়ে সৃষ্টি রহস্য সম্পর্কে জ্ঞান দিতে চেষ্টা করাটা নেহাতই হাস্যকর। আদিম যুগে যখন মানুষ কী করে মানুষের জন্ম হয় জানতো না, তখন যদি বলতো, ঠিক ছিল। এখন এই যুগে এটা বেমানান। এখন আমরা অনেক কিছু জানি। নারীকে সম্মান করার পদ্ধতি এটা নয়। নারী জন্ম দেয় বলে নারীর যোনী পূজা করা নারীকে রেসপেক্ট করা নয়। নারীর যোনী পুরুষের যৌনাঙ্গের চেয়ে পৃথক কিছু নয়। ওসব জাস্ট যৌনাঙ্গ। জন্ম দেওয়া কোন ক্রেডিট নয়। কোটি কোটি প্রজাতির স্ত্রী লিঙ্গ যেমন, নারীর লিঙ্গও তেমন, ওরাও প্রসব করে। নারী একা সন্তানের জন্ম দেয় না। পুরুষের স্পার্ম এর দরকার হয়। স্পার্ম এক সময় স্টেম সেল থেকে,স্কিন থেকে তৈরি হবে তার প্রমাণ পাওয়া গেছে। কিন্তু জন্ম দেওয়া কি বিশাল কিছু! আহামরি কিছু নয়। নারীকে সম্মান করতে চাও করো একজন ইন্ডিভিসুয়্যাল হিসেবে, তার গুণ যদি থাকে সম্মান কর। শুধু নারী বলে যদি তাকে সম্মান কর তবে সেটা সম্মান নয় অসম্মান। একজন নারী চোর হলে, বদমায়েশ হলে, খুনি হলে তাকে সম্মান করার প্রশ্ন আসে না। নারী পুরুষ উভয়েই বদমায়েশ হতে পারে। নারীর শরীরে ভাল মানুষের সেপারেট জীন নাই যারা নারীকে আলাদা করে দেখে– নারী জন্ম দেয় সূতরাং মহান, নারী ধর্ষিত হয় সুতরাং নারী অবলা, নারী লজ্জাবতী সুতরাং এরা ভাল,নারী খুন কম করে সুতরাং সে শান্তিপ্রিয় — সব ভুল কথা। নারী সুযোগ পেলে পুরুষের মতই ভয়ংকর হতে পারে।