ধোঁয়া
ধোঁয়ায় উড়ছে ঘর, কবিতার হারানো অক্ষর,
উড়ছে আমার শিশুকাল আর ধুসর যৌবন
যা ছিল লুকোনো ঝাঁড়ে জঙ্গলে যক্ষের ধন,
উড়ছে নেশায় বুদ হয়ে থেকে বেহায়া ঈশ্বর।
দেয়ালে টাঙানো মা’র
হাসিমুখ
ভেতরে লুকিয়ে হামুখো অসুখ,
হতচ্ছাড়া আমি বেঁচে আছি বেদনায়–
ঈশ্বরের লেজ ধরে ঝুলছি ধোঁয়ায়।