দিবোদাস

কাশীরাজ সুদেবের পুত্র ও হর্যশ্বর পৌত্র। বীতহব্যের (হৈহয়) পুত্রদের হাতে পরাজিত হয়ে দিবোদাস ভরদ্বাজ মুনির শরণাপন্ন হন। ভরদ্বাজ মুনির যজ্ঞের ফলে প্রতর্দন নামে ওঁর এক পুত্র হয়। প্রতর্দন যৌবনপ্রাপ্ত হয়ে যুদ্ধে বীতহব্যের পুত্রদের বধ করলে বীতহব্য প্রাণভয়ে পলায়ন করে মহর্ষি ভৃগুর কাছে আশ্রয় নেন। প্রতর্দন ওঁকে অনুসরণ করে ভৃগুর আশ্রমে গিয়ে বীতহব্যকে খোঁজ করলে, ভৃগু বীতহব্যের প্রতি কৃপা পরবশ হয়ে বলেন যে, আশ্রমে যাঁরা আছেন তাঁরা সবাই ব্রাহ্মণ। প্রতর্দন ভৃগুর ছলনা বুঝতে পারেন, কিন্তু ফিরে যান।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *