তুমি কি বিশ্বাসহন্তা? না, তুমি বিশ্বাসী?
তোমার পিছনে ঘুরছে জাঁতা ও আগুনচক্র
তোমার সম্মুখে উড়ছে সোনার পতঙ্গ আর ডানামেলা বাঁশি…
মাঝখানে অশ্বত্থগাছ। মাঝখানে দড়ি আর ফাঁসি।
তুমি কি বিশ্বাসহন্তা? না, তুমি বিশ্বাসী?
তোমার পিছনে ঘুরছে জাঁতা ও আগুনচক্র
তোমার সম্মুখে উড়ছে সোনার পতঙ্গ আর ডানামেলা বাঁশি…
মাঝখানে অশ্বত্থগাছ। মাঝখানে দড়ি আর ফাঁসি।