ড. কাজী মোহাম্মদ আবদুল হামিদ-কে
39, Sitanath Rd.
4.5.32
প্রিয় হামিদ সা-ব!
আপনার পত্র পেয়েছি। ভয়ানক দুর্দিনে পড়েছি। প্রাপ্য টাকা পাচ্ছি না পাবলিশারের কাছ থেকে।
‘আমপারা’র২ বাংলা পদ্য অনুবাদ করা আছে – কোনো মুসলমান পাবলিশার জোগাড় করে দিতে পারেন? তা হলে অন্তত আপনার টাকাটা দিতে পারি।
মখদুমি লাইব্রেরিতে চেষ্টা করলে হয় না?
আমার জানা নাই ওদের সাথে।
হপ্তাখানিকের মধ্যে আমি দিয়ে দেব।
অবশ্য, দেরির জন্য ওকে সুদ দিব।
ভাবি সাহেবাকে দেখতে যাবে মেয়েরা দু-একদিনের মধ্যে।
এখানে সব ভালো ইতি।
সখ্যধন্য
নজরুল