চুনোখুঁটির জীবন
নদী থেকে ভেসে ভেসে কোথাকার খালে এসে
অন্ধকারে, সাপখোপের
গা ঘেঁসে, ফেঁসে
জড়ালো জালে।
যন্ত্রের জালে
হালে
বা কলি কালে
এমনই দুর্গতি কপালে
এমনই সংসার লুটোপুটির,
জাল থেকে আলগোছে
শরীর সরানো যায়
যদি, মন সরে না চুনোটির।
চুনোখুঁটির জীবন
নদী থেকে ভেসে ভেসে কোথাকার খালে এসে
অন্ধকারে, সাপখোপের
গা ঘেঁসে, ফেঁসে
জড়ালো জালে।
যন্ত্রের জালে
হালে
বা কলি কালে
এমনই দুর্গতি কপালে
এমনই সংসার লুটোপুটির,
জাল থেকে আলগোছে
শরীর সরানো যায়
যদি, মন সরে না চুনোটির।