ঘরে রাধাবিনোদ আকাশ
ঝুলনের চাঁদটি মেঝেতে
বিছানার পাশের লণ্ঠন
তার শুধু চক্ষু দপ্দপ্
অমাবস্যা পূর্ণিমা সড়ক
ফালাফালা ক’রে সারারাত
সে খুঁজে বেড়াচ্ছে একফালি
কবিতা লেখার যোগ্য শব!
ঘরে রাধাবিনোদ আকাশ
ঝুলনের চাঁদটি মেঝেতে
বিছানার পাশের লণ্ঠন
তার শুধু চক্ষু দপ্দপ্
অমাবস্যা পূর্ণিমা সড়ক
ফালাফালা ক’রে সারারাত
সে খুঁজে বেড়াচ্ছে একফালি
কবিতা লেখার যোগ্য শব!