খেলা

মনে পড়ে সেই আষাঢ়ে 
            ছেলেবেলা , 
নালার জলে ভাসিয়েছিলেম 
            পাতার ভেলা । 
বৃষ্টি পড়ে দিবস - রাতি , 
ছিল না কেউ খেলার সাথি , 
একলা বসে পেতেছিলেম 
            সাধের খেলা । 
নালার জলে ভাসিয়েছিলেম 
            পাতার ভেলা । 
  
হঠাৎ হল দ্বিগুণ আঁধার 
             ঝড়ের মেঘে , 
হঠাৎ বৃষ্টি নামল কখন 
             দ্বিগুণ বেগে । 
ঘোলা জলের স্রোতের ধারা 
ছুটে এল পাগল - পারা 
পাতার ভেলা ডুবল নালার 
            তুফান লেগে— 
হঠাৎ বৃষ্টি নামল যখন 
            দ্বিগুণ বেগে । 
  
সেদিন আমি ভেবেছিলেম 
              মনে মনে , 
হতবিধির যত বিবাদ 
            আমার সনে । 
ঝড় এল যে আচম্বিতে 
পাতার ভেলা ডুবিয়ে দিতে , 
আর কিছু তার ছিল না কাজ 
            ত্রিভুবনে । 
হতবিধির যত বিবাদ 
            আমার সনে । 
  
আজ আষাঢ়ে একলা ঘরে 
             কাটল বেলা , 
ভাবতেছিলেম এত দিনের 
            নানান খেলা । 
ভাগ্য -' পরে করিয়া রোষ 
দিতেছিলেম বিধিরে দোষ— 
পড়ল মনে , নালার জলে 
            পাতার ভেলা । 
ভাবতেছিলেম এত দিনের 
            নানান খেলা । 
Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *