কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর
মহারাজা নবকৃষ্ণ দেব, বাহাদুরের পৌত্র এবং রাজা রাজকৃষ্ণ দেব, বাহাদুরের চতুর্থ পুত্র কুমার অপূর্বকৃষ্ণ দেব, বাহাদুর ফার্সী ভাষায় পণ্ডিত ছিলেন। তাছাড়া তিনি ইংরেজি ও সংস্কৃতিও জানতেন। কাব্য রচনাতেও তাঁর সবিশেষ দক্ষতা ছিল। স্পেনের রাজা তাঁকে ‘নাইট’ খেতাব দ্বারা সম্মানিত করেন। ইউরোপের অভিজাত ও পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে তাঁর নিয়মিত পত্রালাপ ছিল। আচরণে তিনি ছিলেন ন্যায়নিষ্ঠ ও অমায়িক। সর্বোপরি, তিনি মিতব্যয়ী ছিলেন। ‘কুমারকৃষ্ণ ও উপেন্দ্রকৃষ্ণ এই দুটি পুত্র রেখে তিনি ১৮৬৭ সালে পরলোকগমন করেন।