যক্ষরাজ। ধন-দেবতা। কুবের হলেন পুলস্ত্যের পুত্র। ওঁর নাম ছিল বৈশ্রবণ। ব্রহ্মার আশীর্বাদে এক সময়ে তিনি রাক্ষসপুরী লঙ্কার রাজা হন ও পুষ্পক বিমান লাভ করেন। কুবের পুলস্ত্যকে ত্যাগ করে ব্রহ্মার সেবা করেছিলেন বলে পুলস্ত্য দেহান্তর করে বিশ্রবা হয়ে জন্ম নেন। ওঁর অনেকগুলি রাক্ষস সন্তান হয় – পুষ্পোৎকটার গর্ভে রাবণ ও কুম্ভকর্ণ, রাকার গর্ভে খর ও শূর্পণখা, এবং মালিনীর গর্ভে বিভীষণ। রাবণ কঠোর তপস্যা করে ব্রহ্মার বরে মনুষ্য ব্যতীত অন্য সবাইয়ের অজেয় হন। তিনি কুবেরকে লঙ্কাপুরী থেকে তাড়িয়ে দিলে, কুবের গন্ধমাদন পর্বতে আশ্রয় নেন।