1 of 2

কুকুরদল – ৩

অধ্যায় ৩

টেকনিক্যালের মোড়ে হতভম্বের মতো বসে আছে মুহিব। আড়াইশো কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় এসেছিলো ইতির সাথে দেখা করতে। লিটু–শামীম-ইলোরার সাথে ভুত দেখতে যায়নি। অথচ ইতি দেখা করতে রাজি হলো না!

বলেছে, “ব্যাড টাইমিং। চলে যাও, অন্য কোনো সময় এসো। দেখা হবে তখন।”

মুহিব এতো অবাক কখনোও হয়নি। এই মেয়ে সাতটা দিন আগেও ঢাকায় আসো, ঢাকায় আসো বলে বলে পাগল করে দিচ্ছিলো। এর মধ্যে এমন কি ঘটে গেলো?

ইতি ফোনে এর ব্যাখ্যা দিয়েছে অবশ্য। খুব কঠিন কোনো কথা বলেনি সে, অথচ মুহিব কিছুই বুঝতে পারলো না।

“পিকনিকের ডেট ফেলে দিলো হঠাৎ করে। আমি কি করবো?”

ভোঁতা গলায় মুহিব শুধু জিজ্ঞাসা করতে পেরেছিলো, “তুমি পিকনিকে চলে গেছো?”

“হ্যাঁ। যাবো না তো কি করবো?”

“তুমিও তো এক সপ্তাহ আগে বলছিলে বন্ধ পেলে আমাকে চলে আসতে। বন্ধ পেয়েছি, চলে এসেছি। আমি এখন টেকনিক্যালে। ভেবেছিলাম শুনে খুশি হবে তুমি-”

“কি আশ্চর্য, এক সপ্তাহ আগে আমার পিকনিকের কথা মনে ছিল নাকি? ডেট ফেট বুঝবা না, লাফ দিয়ে চলে আসবা, আর দোষ আমার এখন?”

“তোমাকে বলেছিলাম যে আজকে আসবো?”

কথাটা যে মেয়েটা ভুলে গিয়েছিলো এবং তার পেছনের একমাত্র কারণ এই তথ্য মনে রাখার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে সে মনে করেনি – এসব স্রেফ এড়িয়ে গিয়ে পাল্টা চার্জ করলো ইতি, “তুমি তো পরেও আসতে পারবা, আমার পিকনিকের ডেট তো আর পিছানো যাবে না। তাই না?”

“এই পিকনিক কি কম্পালসরি নাকি?”

“তা জেনে তোমার কাজ কি? জেরা করছো কোন সাহসে?”

“কি আশ্চর্য, ইতি! রেগে যাচ্ছো কেন? স্বাভাবিক কথাও বলা যাবে না তোমার সাথে? আমি আমার বন্ধুদের সাথে ট্যুরে গেলাম না। তোমার সাথে দেখা করতে আসলাম লং জার্নি করে। তারপর শুনছি তুমি পিকনিকে যাচ্ছো, যেটা কম্পালসরিও না। রাগ তো আমার করার কথা।”

“তাই তো করতে জানো শুধু। স্যারকে কি বলতাম, শুনি? আমার ফ্রেন্ড ঢাকায় আসবে তাই আমি ডিপার্টমেন্টের পিকনিকে যাবো না? কি লেইম শোনাবে বুঝতে পারছো? আমাকে স্যার বিশেষ করে বলে দিয়েছে, ‘ইতি, তোমাকে কিন্তু আসতেই হবে। অর্গানাইজে লোক কম।” এরপর আমি যদি না যাই, মার্কস তো খুব দেবে। স্যারকে ক্ষেপাবো আমি? ওয়েভার পাওয়া লাগবে আমার। তোমার তো এসব লাগে না, আমাদের টাকায় পড়াশোনা করো। আমি পড়ি বাপের টাকায়। আমাকে অনেক দিক ভেবে দেখতে হয়।”

এতো বড় লেকচারের পর কিছু বলার থাকে না আর। মুহিব ক্ষীণ গলায় শুধু জানতে চেয়েছিলো, “এই কি সেই এক হাজার চৌত্রিশ পৃষ্ঠার বই লিখে স্টুডেন্টদের জোর করে কেনানো বোকাচোদা স্যার?”

“অভদ্রের মতো কথাটা না বললেও পারতা। উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তোমার মতো ভ্যাগাবন্ড না। উনার একটা নাম আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জহির জাবেদ। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নিয়ে তুমি এভাবে কথা বলতে-”

মুহিব এরপর আর বিরক্তি ধরে রাখতে পারেনি, “বোকাচোদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কি বলে ডাকবো? চালাকচোদা?”

অন্যপাশ থেকে ফোনটা কেটে গিয়েছিলো। কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে একটা সিগারেট কিনতে গিয়েছিলো মুহিব। সেই থেকে কাউন্টারেই বসে আছে। ইতি এমন করছে কেন কিছুটা স্পষ্ট হয়েছে তার কাছে।

ফেসবুকে ঢুকে লিটুর পোস্ট চোখে পড়লো। রাতের বাসে শামীমের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে ইলোরা। লিটু ক্যাপশন দিয়েছে “শালারা জোস কাপল হইতে পারতো।” ছবিটা আসলেই সুন্দর এসেছে খুব। লাইক দিয়ে স্কুল করলো মুহিব। চট্টগ্রামে পৌঁছেছে ওরা। কাল রাতে মুহিব ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো, ওরা চট্টগ্রাম। আজ হোটেলে চেক ইন দিয়েছে, রাত থেকে শুরু হবে ওদের অভিযান। ভুত দেখবে, বা দেখার চেষ্টা করবে। কি সুন্দর একটা বিষয়। দারুণ এক অ্যাডভেঞ্চারের গন্ধ পাওয়া যাচ্ছিলো ওখানে। নির্বোধের মতো প্রেমিকার ভ্যাড়া সাজতে গিয়ে ঠকে গেছে মুহিব।

আধ-ঘণ্টা পর ইতিকে আরেকবার ফোন করেছিলো মুহিব। ভেবেছিলো পিকনিকের ঠিকানাটা জেনে নিয়ে নিজে ওখানে গিয়ে উপস্থিত হবে। কিন্তু ইতি ওর ফোন ধরেনি। কেটে দিয়েছিলো কলটা।

সেবার এবং পরবর্তি তিনবার।

এরপর নিজেকে মেয়েটার ফোনের ব্লকলিস্টে আবিষ্কার করলো মুহিব। ফোন করলে একবার রিং হয়েই স্বয়ংক্রিয় ভাবে কেটে যাচ্ছে কল। কাজেই ব্যক্তিত্বসম্পন্ন যে কোনো পুরুষ যা করতে পারতো, তাই করেছিলো সে।

আরেকটা সিগারেট টেনে কাউন্টারে দাঁড়িয়ে ফিরতি টিকেট কেটেছিলো ক্যাম্পাসের পথে। মনের যে বিচ্ছিরি অবস্থা, ঠিক ভুত দেখতে যাওয়ার মতোও নয় সেটি।

ত্রিশ মিনিটের মাথায় বাসে চেপে বসেছিলো মুহিব। ফিরে এসেছিলো ক্যাম্পাসে।

*

ক্যাম্পাসে প্রথম দুটো দিন অসহ্যরকম বিরক্তিকর গেলো মুহিবের। লেখালেখির দিকেও খুব একটা মনোযোগ দিতে পারেনি। চারদেওয়ালের মধ্যে ঢুকলে মন-মেজাজ আরও দ্রুত বেখাপ্পা হয়ে ওঠে। চার দেওয়াল মানে ছয় ফিট বাই সাত ফিট ছোট্ট গর্তটি। অতটুকু একটা জায়গায় মানুষ কি করে থাকতে পারে? তার ওপর নেই একটা ভেন্টিলেটরও। অবশ্য মুহিবের কাছে পুরো পৃথিবীটাই বদ্ধ মনে হয়, ওই ঘরের বিশেষ দোষ দিয়ে লাভ কি!

লিটুদের সাথে ফোনে যোগাযোগ রেখেছে। ইতির ব্যাপারটা বলেছে শুধু শামীমকে। শামীম বিরাট কোনো লাভগুরু না হলেও শান্ত থাকার পরামর্শ দিয়েছে ওকে। বলেছে তিনটা সপ্তাহ ব্রেক নিতে। ইতির সাথে এসবে আলাপ করার দরকার নেই। তারপর ঠাণ্ডামাথায় যা ইচ্ছে সিদ্ধান্ত নিতে পারে মুহিব।

শামীম বলেছিলো, “হুট করে কোনো ডিসিশন নিস না। দ্যাট’স অল।”

ভুত দেখার প্রগ্রেস অবশ্য খুব বেশি না। প্রথম রাতে ভুতবাবা সুমনের মনে হয়েছিলো ওখানে অস্বস্তিকর কিছু একটা আছে। ভূতবাবার সাথে ওরা সবাই একমত হয়েছে, তবে অস্বস্তি তো আর রেকর্ড করা যায় না। দ্বিতীয়রাতে ওরা বাইরে থেকে বার দুয়েক অপার্থিব শব্দ শুনেছে। ও দুটো অবশ্য সফলভাবে রেকর্ড করেছে ওরা। অস্বস্তির মাত্রা বেড়েছে কয়েকগুণ। আজকে রাতে ওরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আজ নাকি অমাবস্যা। ঘোর অন্ধকার এই রাতে ভূতেদের দেখা না পাওয়া গেলে আর কোনোদিনও পাওয়া যাবে বলে মনে হয় না।

অমাবস্যার রাতে ভুতুড়ে অভিযান, শুনতেই অন্যরকম থূল কাজ করেছিলো। কিন্তু চট্টগ্রাম এখান থেকে প্রায় পাঁচশ’ কিলোমিটার। চাইলেই হুড়মুড় করে ভূতেদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়া যাবে না। পুরো এক প্যাকেট গোল্ডলিফ কিনলো মুহিব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন অনেকটাই স্তব্ধ। দুটো ব্যাচ, অর্থাৎ ‘সিরিজ’ ছুটি কাটাচ্ছে। ভর সন্ধ্যাবেলার বাতাস তরুণদের হট্টগোলে যেমন ভরপুর থাকে, আজ তেমনটা নেই। অত্যন্ত গুমোট একটা পরিবেশ। রাস্তাঘাটেও কাউকে চোখে পড়লো না তেমন। ভিসির বাড়ির পাশে বিশাল এক খোলা মাঠ। সেটার শেষপ্রান্তে গাছের গোড়ায় সিমেন্টের ঘেড়ে বসে পড়লো মুহিব।

একটা কথা অন্তত ঠিক বলেছে ভুতবাবা সুমন। আজকে ঘোর অমাবস্যা। নতুন প্যাকেটটা খুলে প্রথম সিগারেট ধরালো যখন, মনে হলো কোনো এক ব্ল্যাকহোলে আটকে আছে সে। হাতের জ্বলন্ত আগুনটা দূরবর্তি কোনো নক্ষত্রকণিকা। গোটা মাঠ ডুবে আছে কালিগোলা অন্ধকারে। ভিসির বাসা এখান থেকে নিদেনপক্ষে আটশ’ মিটার হবে। অতদূরের স্ট্রিটল্যাম্পের আলো এখানে পৌছাচ্ছে না।

চারপাশে তাকিয়ে মুহিব লক্ষ্য করলো, পরিস্থিতি রবীন্দ্রনাথের এক লাইন দিয়ে বর্ণনা করা যায়, “কোনোখানে জনমানব নাই”। গাছ ঘিরে রাখা সিমেন্টের ওপর লম্বা হয়ে শুয়ে পড়লো ও। ফক ফক করে সিগারেটের ধোঁয়া ছাড়ছে আকাশের দিকে। শান্তভাবে ইতির ব্যাপারটা ভাবার চেষ্টা করছে। মেয়েটার দোটানা কোথায় তা এখন স্পষ্ট। তিনদিন ব্যাপি অনুষ্ঠানে ফেসবুকে ছবি আপলোড করেছে ইতি, তার ছবির সব কিছুই স্বাভাবিক। তবে ট্যাগকৃতদের ধরে ধরে বিশ্ববিদ্যালয়ের ‘সম্মানিত’ শিক্ষক জহির জাবেদের ফেসবুক প্রোফাইলও পাওয়া গেছে।

জহির জাবেদের সঙ্গে ইতির আলাদা তোলা ছবি আছে দুটো। দ্বিতীয়টায় মেয়েটার কাঁধ জড়িয়ে রেখেছে শিক্ষকটি। ছবির অন্তরঙ্গতা দেখে ছবি তোলা–হয়নি এমন অন্তরঙ্গ মুহূর্তগুলো কেমন হতে পারে মুহিবের বোঝা হয়ে গেছে।

“ওয়েভার তোমার সুনিশ্চিত, ইতি।” বিড়বিড় করে বলল মুহিব।

ছয় মাস আগে ছাত্রিদের নিজের অফিসে ডেকে নেওয়া জুনিয়র টিচারদের ব্যাপারে বলেছে ইতি নিজেই। দলবদ্ধ কোনো গ্রুপকে নয়, সুন্দরি ছাত্রিদের “একলা এসো রে” নীতিতে ডাকার অভ্যাস কিছু শিক্ষকের আছে। এ ডাকাডাকিতে অগ্রাধিকার পায় বিবাহিতরা।

“রোজিকে ডাকে বেশি। ও তো ম্যারিড।” কানে ইতির কথা বাজলো মুহিবের।

ইতি হয়তো সহকারী অধ্যাপক জহির জাবেদের রুমে-টুমেও যাবে। ম্যারিড না তো কি হয়েছে? এখন এসব নিয়ে খুব বেশি মাথা ঘামায় না কেউ। সমবয়েসী একটা প্রেমিক, যে আবার মফস্বলে খ্যাতেদের সঙ্গে পচে মরছে, তার জন্য ওয়েভার হারানোর দরকার কি মেয়েটার? পাগলেও নিজের ভালো বোঝে, ইতিও বুঝেছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে নয়, মেয়েদের গা ঘেঁষাঘেষি করতে না পারলে ওদের মতো সরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকেরও রাতে ঘুম আসে না। ছাত্রিদের ইনবক্সে টাকলা এবং লুল মেসেজ দিয়ে জুনিয়র শিক্ষকেরা রাতের ঘুম আনেন। হাজার হলেও শ্রদ্ধেয় শিক্ষক, গার্লফ্রেন্ডের পাশে শুয়ে শুয়ে স্যারের লুলামি পড়ে বয়ফ্রেন্ড। শিক্ষকরা আগের জেনারেশনের, এখনকার তরুণ-তরুণী মাঝে মাঝেই যে একসঙ্গে রাত্রিযাপন করে তা তারা ধারণাতেও আনতে পারেন না। কাজেই নিশ্চিন্তে মেসেজ পাঠিয়ে ধরা খান। সবাই এক বিশ্ববিদ্যালয়ের, দারুণ উৎসব শুরু হয় সবখানে। স্ক্রিনশট ভাইরাল হয়। তবে আপলোড হয় না। হাজার হলেও শ্রদ্ধেয় শিক্ষক।

প্রবীণ শিক্ষক পুরকৌশল বোঝাতে গিয়ে ছাত্রির পিঠে হাত দেননি এমন কথা তার শত্রুও বলতে পারবে না। ছাত্রির সঙ্গে দুই ধরণের ব্যবহার স্পষ্ট। বেশি ঘেঁষা অথবা একেবারেই অদৃশ্য বানানো। দ্বিতীয় শ্রেণি ছাত্রিদের যেন চোখেই দেখেন না। ছেলে পেলে কথা বলেন, নয়তো অস্বীকার করেন এখানে কোনো মানুষ বর্তমান। মাদ্রাসা-মার্কা সাইকেলে-মেয়ে চড়তে-না-পারা সরকারি বিশ্ববিদ্যালয়ের চেহারাই যদি এমন হয়, ইতিদের সংস্কৃতিমনা প্রগতিশীল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে একটু আধটু ছাড় তো দেওয়া উচিত।

মুহিব আচমকাই লক্ষ্য করলো সিগারেটের প্যাকেটে মাত্র পাঁচটা গোল্ডলিফ পড়ে আছে। ঘড়ি দেখে বুঝতে পারলো দেড় ঘণ্টা ধরে ওখানেই শুয়ে আছে সে। মোবাইলটা পকেটে রেখে লম্বা হয়ে শুয়েই থাকলো। উঠতে ইচ্ছে করছে না। উঠে কি হবে? এখনও দুটো দিন ছুটি আছে, তাছাড়া ঘরে ফিরে যাওয়ার তাড়া থাকার মতো কোনো উপাদান তার জীবনে নেই। শেষ সিগারেটটা খাওয়ার বেশ খানিকক্ষণ হয়ে গেছে, সিগারেটের প্যাকেটটা একবার স্পর্শ করেও রেখে দিলো।

কেন যেন সিগারেট খেতেও আর স্পৃহা হচ্ছে না। নিজের ওপরই বিরক্ত হলো মুহিব। ছ্যাঁকা খেয়ে গেলো নাকি শেষ পর্যন্ত? কলেজের দ্য-কুলেস্ট বয় মুহিব ছ্যাঁকা খেয়ে গেছে? আসলেই তো, এরকম একটা ইডিয়েট মেয়ের সাথে প্রেম করতে যাওয়াটাই একটা বড় ধরণের ভুল সিদ্ধান্ত ছিল। আনকুল। আনকুল।

আরও দশটা মিনিট পেরিয়ে যাওয়ার পর মুহিবের মনে হলো, অথর্বের মতো এখানে শুয়ে থাকাও দারুণ ‘আনকুল’ একটা ব্যাপার, ওর উচিত একটা

সিগারেট খেয়ে রুমের দিকে ফিরে যাওয়া। ছয় ফিট বাই সাত ফিট ঘরটার ভেতর ধূমপান করা হোক আর মদ্যপান, কার কি আসে যায়? অথচ মুহিব কি না শুয়ে আছে বিস্তীর্ণ ফাঁকা মাঠের এক কোণে বরফের মতো শীতল সিমেন্টের ওপর, কালিগোলা অন্ধকারে, ঘোর অমাবস্যায়। একটু বেশি নাটুকেপনা এসব। আর নাটুকেপনা কখনোই কুল নয়।

ঘটনাটা তখনই ঘটে গেলো।

হুড়মুড় করে একদল মানুষ যেন আছড়ে পড়লো মাঠের এই প্রান্তে। কালিগোলা অন্ধকারে একজনকেও স্পষ্ট দেখা যাচ্ছে না। মুহিবের মনে হলো একপাল অবাধ্য গরুকে ছেড়ে দেওয়া হয়েছে মাঠে। অন্ধকারে হুটোপুটি করছে তারা। ওয়েস্টার্ন মুভির স্ট্যাম্পেডের মতো।

আরেকটু হলেই লাফ দিয়ে উঠে বসেছিলো মুহিব। শেষ মুহূর্তে নিজেকে সামলে একেবারে মিশে গেলো সিমেন্টের সাথে। চুল ছুঁয়ে গেছে গাছের বাকলে। ঠোঁট কামড়ে ধরেছে প্রাণপনে। স্পষ্ট কিছু দেখতে না পেলেও মস্তিষ্কে সতর্কবার্তা পাঠিয়ে দিয়েছে ষষ্ঠ-ইন্দ্ৰীয়।

এখানে খুব ভয়ানক একটা কিছু ঘটতে যাচ্ছে। খুব ভয়ঙ্কর কিছু।

সজোরে কিছু একটা আছড়ে পড়ার শব্দ হলো। কেউ একজন কি পড়ে গেছে? প্রায় সঙ্গে সঙ্গে মৃদু শব্দে আরও কয়েকটা পতনের শব্দ। যে পড়ে গেছে তার পাশে কি এই মাত্র একাধিক মানুষ হাঁটুগেড়ে বসলো? চাপা চিৎকারের শব্দ আসছে না ওদিক থেকে? কেউ কি পড়ে যাওয়া মানুষটার মুখ শক্ত করে চেপে ধরে রেখেছে?

মুহিবের মাত্র বিশ গজ দূরে পরিচিত একটা কণ্ঠ শোনা গেলো, “ভালো করে চাইপা ধর্, ভালো কইরা। খানকির পোলা য্যান একটা আওয়াজও করতে না পারে।”

ধাতব একটা শব্দ হলো এবার। একই কণ্ঠ আরও চাপা স্বরে বলে ফেললো, “দেরি করতেছোস ক্যান, র‍্যাড? কুইক, ম্যান।”

“গলাটা কই! শালার গলাটা কই?” আরেকটা কণ্ঠ বলল, চাপা স্বরেই কথা বলছে এই ছেলেও। তবে গলা শুনে তাকে চিনলো না মুহিব।

পড়ে থাকা মানুষটার চিৎকার মুখে হাত চাপা দিয়ে ঠেকিয়ে রাখাটাও কঠিন হয়ে গেলো এবার। প্রাণপনে কিছু একটা বলার চেষ্টা করছে সে। তার থেকেও বেশি তৎপর খুনিরা। শক্ত চাপে আওয়াজ বন্ধ করে দেওয়া হলো তার।

মুহিবের মুখ থেকে একটা চিৎকার প্রায় বেরিয়েই গেছিলো। কলেজ জীবনের সুখ্যাতির পুরোটা ধরে রাখতে হলো চিৎকারটা ঠেকাতে। ওর মনে হলো যে দুই-তিনজন পড়ে থাকা মানুষটার মুখ চেপে ধরেছে তাদের হাতের চাপ নিজের মুখেও টের পাচ্ছে সে।

“ডু ইট, ডু ইট, র‍্যাড!” অসহিষ্ণুর মতো বলল পরিচিত কণ্ঠটা I

মুহিবের প্রতিটা কোষ চাইলো স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠতে, দলটার ওপর আচমকা ঝাঁপিয়ে পড়তে, পড়ে থাকা হতভাগাটিকে তুলে দাঁড় করিয়ে প্রানপনে ছুটে আটশ’ মিটার পার করে ভিসি স্যারের বাড়ির সামনের আলোয় আছড়ে পড়তে। পারবে কি মুহিব? খুনিদের দলে কয়জন আছে অন্ধকারে বোঝা যাচ্ছে না। মনে হলো অন্তত পাঁচজন আছে। আরও বেশি থাকতে পারে। যতোই এলিমেন্ট অব সারপ্রাইজ থাকুক, ঝাঁপিয়ে পড়লে মুহিবকে সহই জবাই করে ফেলবে না তার নিশ্চয়তা কি?

নাকি মুহিব শুয়ে থাকবে এভাবেই। চুপটি করে। বিশ গজ দূরে যা ঘটে যায় যাক, তাদের পেছনে পরে লাগবে সে? মরে গেলে তো আর এদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার মতো কেউ থাকবে না।

সাক্ষী!

গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেলো মুহিব। ওরা যদি জানতে পারে একজন সাক্ষীর সামনে কাজটা করতে চলেছে! ওরা যদি টের পায়, নিশ্চয় এখানেই খুন করে ফেলবে ওকে! পালাতে হবে এখান থেকে, যতোদ্রুত সম্ভব। যতোদ্রুত সম্ভব!

ঘড়ঘড়ে একটা শব্দ শুরু হলো ঠিক তখনই। এমন শব্দ কুরবানির সময় পশু জবাইয়ের পর পর অনেক শুনেছে মুহিব। শ্বাসনালী কেটে যাওয়ার পর ফুসফুসের বাতাস টেনে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টার শব্দ। তবে আজকের শব্দটা কোনো চারপেয়ে প্রাণির গলা থেকে আসেনি।

এরপরই মাটিতে থ্যাপ থ্যাপ জাতীয় শব্দ হতে থাকলো। সদ্য গলা কেটে ফেলা মানুষটা হাত পা দাঁপাচ্ছে সজোরে। ঘড়ঘড়ে শব্দ ধীরে ধীড়ে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে কমছে থ্যাপ থ্যাপ শব্দ।

আগের কণ্ঠটা আবার শোনা গেলো, “মাগির পুতে আর ঘোড়া ডিঙ্গাইতে পারবো না। ঘাস খা, মাগির পুত।”

সজোরে একটা লাথি মারার শব্দ। হতভাগ্য শিকারটির প্রাণ এখনও বেরিয়ে যায়নি পুরোপুরি, তার মধ্যেই লাথিটা আছড়ে পড়ায় থ্যাপ থ্যাপ শব্দ সামান্য বাড়লো মনে হলো।

“গায়ে রক্ত বেশি ভরাস না। কুইক, কুইক। মুভ এভরিওয়ান।” পরিচিত কণ্ঠটা আদেশ করলো সবাইকে।

আরেকদফা হুটোপুটির শব্দ শোনা গেলো চারপাশে।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *