1 of 3

কাঁচড়াপাড়াতে এক ছিল রাজপুত্তুর

কাঁচড়াপাড়াতে এক
ছিল রাজপুত্তুর,
রাজকন্যারে লিখে
পায় না সে উত্তর।
টিকিটের দাম দিয়ে
রাজ্য বিকাবে কি এ,
রেগেমেগে শেষকালে
বলে ওঠে–দুত্তোর!
ডাকবাবুটিকে দিল
মুখে ডালকুত্তোর।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *