ইক্ষাকুবংশীয় এক রাজা। বশিষ্ঠের পুত্র শক্তৃর শাপে উনি নরমাংসভোজী রাক্ষস হয়ে যান। বিশ্বামিত্রের প্ররোচনায় উনি বশিষ্ঠের একশত পুত্রকে উদরস্ত করেন। পরে বশিষ্ঠ ওঁকে শাপমুক্ত করলে, উনি বশিষ্ঠের আজ্ঞাধীন হয়ে দ্বিজগণকে পুজো করার সংকল্প নেন। কল্মাষপাদ যখন রাক্ষস হয়ে বিচরণ করছিলেন, তখন তিনি এক ব্রাহ্মণকে তাঁর পত্নীর সামনেই ভক্ষণ করেন। ব্রাহ্মণপত্নী তাঁকে অভিশাপ দেন যে, স্ত্রীসংগম করলেই তাঁর মৃত্যু হবে। আর যে বশিষ্ঠকে তিনি পুত্রহীন করেছেন সেই বশিষ্ঠই তাঁকে ক্ষেত্রজ পুত্র দেবেন। কল্মাষপদের অনুরোধে বশিষ্ঠ তাঁর পত্নীর গর্ভে যে পুত্র উৎপাদন করেন, তাঁর নাম অশ্মক। ইনি পরে পৌদন্য রাজ্য স্থাপন করেছিলেন।