কলাছড়া ব্রত

কলাছড়া ব্রত

এই ব্রত চার বছর করতে হয়। প্রতিবছর চড়ক-সংক্রান্তি থেকে শুরু করে প্রত্যহ বৈশাখ-সংক্রান্তি অবধি করতে হয়। প্রথম বছর একজন, দ্বিতীয় বছর দুইজন, এইভাবে শেষ বছর চারজন ব্রাহ্মণের হাতে প্রতিদিন একছড়া করে পাকাকলা, পান, সুপুরি, পৈতে, মিষ্টি ও কিছু দক্ষিণা দিতে হয়। শেষ বছর বৈশাখ-সংক্রান্তির দিন চারজন ব্রাহ্মণকে পরিতুষ্ট করে খাইয়ে তাদের তিনজনকে কাপড়, হরীতকী, পৈতে, মিষ্টি, পান-সুপুরি এক এক ছড়া কলা ও দক্ষিণা দিয়ে তুষ্ট করতে হয়।

যাঁর দ্বারা প্রথম ব্রত গ্রহণ করা হয় তাঁকে ধুতি, উড়ুনি, গামছা, খড়ম, পাখা, রুপোর টাকা ও একছড়া সোনার কলা দিতে হবে। ব্রত সাঙ্গ হওয়ার আগে তাঁর মৃত্যু হলে ওই সব তাঁর বংশের অন্য কাউকে দিলেও চলবে।

কলাছড়া ব্রত সমাপ্ত।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *