দক্ষের কন্যা ও কশ্যপের পত্নী। কশ্যপের বরে কদ্রুর বলশালী এক সহস্র নাগ-পুত্র হয়েছিল। একদিন উচ্চৈঃশ্রবা অশ্বকে দেখে কদ্রুর সঙ্গে তাঁর সতিন ও ভগিনী বিনতার তর্ক হল অশ্বের রং কি তাই নিয়ে। কদ্রু বললেন যে, অশ্বের পুচ্ছলোম কালো, বিনতা বললেন সাদা। অবশেষে স্থির হল পরদিন অশ্বটিকে ভালো করে পরীক্ষা করে যাঁর কথা মিথ্যা প্রমাণিত হবে, তাঁকে অন্যের দাসী হতে হবে। কদ্রু তাঁর সর্পপুত্রদের ডেকে বললেন যে,তারা যেন গিয়ে অশ্বের পুচ্ছ আচ্ছাদন করে – যাতে সেটিকে কজ্জলবর্ণ দেখায়। যাঁরা তাঁর আজ্ঞা পালনে সন্মত হলেন না, তাঁদের তিনি শাপ দিলেন যে, তাঁরা জনমেজয়ের সর্পযজ্ঞে দগ্ধ হবেন। এই ভাবে কদ্রু বিনতাকে তাঁর দাসী করেছিলেন। পরে বিনতাপুত্র গরুড় মাতাকে দাসত্ব থেকে মুক্ত করেন।