মহাসুর কালনেমি উগ্রসেনের ঔরসে জন্মগ্রহণ করে কংস নামে বিখ্যাত হয়েছিলেন। কৃষ্ণের মাতুল (দেবকির ভ্রাতা) কংস শুরসেনকে পরাজিত করে রাজা হন। তাঁর দুই পত্নী (অস্তি ও প্রাপ্তি) ছিলেন রাজা জরাসন্ধের কন্যা। যাদবদের ওপর অত্যাচার করছিলেন বলে কৃষ্ণ ও বলরাম কংসকে বধ করেন।