উশীনর

ভোজরাজ। উনি যযাতি-কন্যা মাধবীর গর্ভে শিবি নামে এক কানীন (কুমারী অবস্থায় জাত পুত্র) পুত্র উৎপাদন করেন। যমুনার নিকট জলা ও উপজলা নদীর তীরে উশীনর যখন যজ্ঞ করছিলেন তখন ইন্দ্র ও অগ্নি শ্যেন ও কপোতরূপে রাজার কাছে এসেছিলেন। শ্যেনের ভয়ে ভীত কপোত রাজার শরণাপন্ন হয়ে তাঁর উরুদেশে আত্মগোপন করতেই শ্যেন এসে কপোতকে দাবী করল। উশীনর বললেন যে, শরণাগতকে তিনি ত্যাগ করতে পারেন না। তখন সেই শ্যেন উশীনরকে বলল,কপোত ছিল তার আহার্য। অতএব কপোতকে রক্ষা করতে চাইলে তার সমপরিমান মাংস উশীনর যেন তাঁর নিজের শরীর থেকে কেটে শ্যেনকে দেন। উশীনর রাজি হয়ে তুলাযন্ত্রের একদিকে কপোতকে রেখে অপর দিকে সহস্তে নিজের মাংস কেটে রাখলেন। কিন্তু যতই নিজের মাংস রাখুন না কেন,তার ওজন কপোতের সমান হল না। তখন উশীনর নিজেই তুলায় উঠলেন। সেই দেখে ইন্দ্র ও অগ্নি আত্মপ্রকাশ ওঁকে অনেক সাধুবাদ দিলেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *