উলূক

শকুনির পুত্র। মহাযুদ্ধের আগে কর্ণ দুঃশাসন আর শকুনির সঙ্গে মন্ত্রণা করে দুর্যোধন উলূককে দৌত্য করতে পাঠিয়েছিলেন। ওঁর উদ্দেশ্য ছিল দৌত্যের নাম করে উলূককে দিয়ে পাণ্ডবদের ও কৃষ্ণের অপমান করা। দুর্যোধনের শেখানো অভদ্র ও অশ্লীল কথাগুলো বলা শেষ হলে সহদেব উলূককে বলেছিলেন যে, যুদ্ধে শকুনিকে সবংশে উনি বধ করবেন। সহদেবের হাতেই শকুনি ও উলূক নিহত হন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *