রাক্ষস। ইল্বল ও তাঁর ভ্রাতা বাতাপি ব্রাহ্মণদের ভীষণ ঘৃণা করতেন। ইল্বল ব্রাহ্মণদের আমন্ত্রণ করে এনে মাংস খেতে দিতেন যার মধ্যে ওঁর ভ্রাতা আত্মগোপন করে থাকতেন। খাওয়া শেষ হলেই উনি ভ্রাতাকে ডাকতেন, আর ব্রাহ্মণদের উদর বিদীর্ণ করে বাতাপি বেরিয়ে আসতেন। ফলে ব্রাহ্মণদের অপমৃত্যু হত। অগস্ত্যমুনি যখন তাঁর পত্নী লোপামুদ্রার ইচ্ছাপূরণের জন্য শ্রুতর্বা, বৃন্ধশ্ব ও ত্রসদস্যু রাজাকে নিয়ে ইল্বলের কাছে ধন চাইতে এসেছিলেন, তখন তাঁদের চোখের সন্মুখে বাতাপি মেষ হয়ে গেলেন। ইল্বল সেই মেষটি কেটে রন্ধন করে অতিথিদের দিতে,অগস্ত্য বললেন আমিই একে খাব। অগস্ত্যের খাওয়া শেষ হলে ইল্বল যখন বাতাপিকে ডাকলেন,তখন অগস্ত্য বললেন যে, বাতাপি আসবে না, কারণ তিনি তাঁকে জীর্ণ করে ফেলেছেন।