আয়োধ ধৌম্যের পাঞ্চালদেশীয় শিষ্য, যিনি পরে উদ্দালক নামে খ্যাত হন। ধৌম্য তাঁর শিষ্যকে ক্ষেত্রের আল বাঁধতে আদেশ দিয়েছিলেন। আরুণি আল বাঁধতে না পেরে অবশেষে শুয়ে পড়ে জলরোধ করেন। ধৌম্য শিষ্যের খোঁজে এসে ডাক দিতে আরুণি উঠে দাঁড়ান। ধৌম্য তখন বলেন যে, ক্ষেত্রের আল বিদারণ করে উঠে এসেছেন বলে ওঁর নাম এখন থেকে উদ্দালক হবে।