আদর-সিংহাসন ব্রত
চড়ক-সংক্রান্তির দিন সকালে সম্ভব হলে কোনো ব্রাহ্মণ দম্পতি অথবা একজন সধবা ও একজন ব্রাহ্মণকে বাড়িতে সমাদর করে ডেকে আনতে হবে। তারপর ব্রাহ্মণকে ধুতি, উড়ুনি, খড়ম, মালা, চন্দন ইত্যাদি উপহার দিয়ে তাঁকে পরিতুষ্ট করে খাইয়ে সাধ্যমতো দক্ষিণা দিতে হবে। ব্রাহ্মণি বা সধবাকে নতুন শাড়ি পরিয়ে, চুল বেঁধে, সিঁদুর, চন্দন ও আলতা দিয়ে সাজিয়ে, সন্তুষ্ট করে খাইয়ে তাকে সিঁদুর চুপড়ি, নোয়া, রুলি, আরশি, চিরুনি, আলতা, মাথাঘষা, মিষ্টি ইত্যাদি হাতে দিতে হবে। বিকেলে বা সন্ধ্যেবেলায় তাঁদের দুজনেরই বাড়িতে ফল, মিষ্টি, দুধ ইত্যাদি পাঠাতে হবে। এইভাবে বৈশাখ মাসে প্রতিদিন করতে হবে। এই ব্রত চার বছর করতে হয়। প্রথম বছর একজন করে ব্রাহ্মণ ও সধবা, দ্বিতীয় বছর দুজন করে, তৃতীয় বছর তিনজন করে এবং চতুর্থ বছর চারজন করে ব্রাহ্মণ ও সধবাকে ওই ভাবে দিতে হবে।
চতুর্থ বছর চারজন সধবাকে ওই ভাবে সিঁদুর চন্দন দিয়ে লালপেড়ে শাড়ি পরিয়ে দিনের বেলায় খাওয়াতে হবে এবং তাদের প্রত্যেককে শাড়ি, গামছা, সিঁদুর চুপড়ি, সিঁদুর কৌটা, নোয়া, কড়, রুলি, মাথাঘষা, আলতা, আরশি, চিরুনি, মালা ও মিষ্টি দিতে হবে। ব্রাহ্মণ চারজনকে পরিতুষ্ট করে খাইয়ে তাঁদের ধুতি, উড়ুনি, গামছা, ছাতা, মালা, চন্দন, ফল, মিষ্টি, হরীতকী, পৈতে ও দক্ষিণা দিতে হবে। এই দিন সধবা এবং ব্রাহ্মণ প্রত্যেককেই অন্তত একটি করে রুপোর টাকা দক্ষিণা দিতে হবে। সন্ধ্যেবেলায় এঁদের প্রত্যেকেরই বাড়িতে ফল, মিষ্টি, দুধ, দই, ক্ষীর, ননী ইত্যাদি প্রচুর পরিমাণে পাঠিয়ে ব্রত সাঙ্গ করতে হবে। এই ব্রত পালন করলে পরিবারস্থ সকলের আদর লাভ হয়। দেশভেদে কোথাও একজন ব্রাহ্মণ এবং একজন সধবাকে দিয়েও পরপর চার বছর ব্রত করা হয়ে থাকে।
আদর-সিংহাসন ব্রত সমাপ্ত।