অ্যাসেম্বলি
একবার আমাকে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বা ফ্রেঞ্চ পার্লামেন্টে ওয়ার্ল্ড রিফিউজি ডে বা বিশ্ব শরণার্থি দিবসে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হয়েছিল। ওই আমার প্রথম ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ঢোকা। সেদিন পার্লামেন্টের কাণ্ড দেখে আমি তো অবাক। দরজার কাছে দাঁড়িয়ে কেউ চেঁচিয়ে বলেন স্পিকার আসছেন। তারপর ঝলমলে পোশাক পরা চেঁচানো লোকটি স্পিকারকে নিয়ে টয় সোলজারের মতো হেঁটে হেঁটে পার্লামেন্টে প্রবেশ করেন, হাতে মোটাসোটা একটা সোনার লাঠি। স্পিকার যখন বেরোন, তখনও একই রকম চেঁচিয়ে লোকটি বলেন, স্পিকার কক্ষ ত্যাগ করছেন। ফ্রান্স কত কিছু চুরমার করে দিল, কত নিয়ম ভেঙে দিল, কত সংস্কার পুড়িয়ে দিল, বড় বড় সিংহাসন গুঁড়িয়ে দিল,রাজা রানিকে মেরে ফেললো,আর আজও পার্লামেন্টের এই চেঁচানো বন্ধ করতে পারলো না!
দুটো ছবি এখানে। একটিতে আমি, ফ্রেঞ্চ পার্লামেন্টে, আমার পেছনে স্পিকার, আমার সামনে বিশ্বের নামী পলিটিক্যাল রিফিউজিবৃন্দ। দ্বিতীয় ছবিটি, অন্য সময় ওই একই কক্ষ।