মহর্ষি অত্রির পত্নী। অনসূয়া অত্রিকে পরিত্যাগ করে (কার্তিক সম্পর্কীত আলোচনা দেখুন) মহাদেবের শরণাপন্ন হয়ে তিনশো বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে অনসূয়াকে বর দিয়েছিলেন যে, স্বামী সহবাস ছাড়াই অনসূয়ার পুত্র হবে এবং ঐ পুত্র অনসূয়াকে গৌরবান্বিত করবে।