অধরা

অধরা মাধুরী ধরা পড়িয়াছে
          এ মোর ছন্দবন্ধনে।
বলাকাপাঁতির পিছিয়ে-পড়া ও পাখি,
          বাসা সুদূরের বনের প্রাঙ্গণে।
     গত ফসলের পলাশের রাঙিমারে
          ধরে রাখে ওর পাখা,
     ঝরা শিরীষের পেলব আভাস
          ওর কাকলিতে মাখা।
শুনে যাও বিদেশিনী,
     তোমার ভাষায় ওরে
          ডাকো দেখি নাম ধরে।

     ও জানে তোমারি দেশের আকাশ
          তোমারি রাতের তারা,
               তব যৌবন-উৎসবে ও যে
               গানে গানে দেয় সাড়া,
     ওর দুটি পাখা চঞ্চলি উঠে তব হৃৎকম্পনে।
          ওর বাসাখানি তব কুঞ্জের
               নিভৃত প্রাঙ্গনে।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *