দ্বিতীয় খন্ড
উত্তরপর্ব
2 of 3

অজমের তোমর নরেশ কর্ম বর্ণন

।। অজমের কে তোমর নরেশো কা বৰ্ণন।।

বয়হানিমহীপালো মধ্যদেশে স্বকং পদম্। গৃহীত্বা ব্রহ্মরচিতজমেরমবাসয়ৎ।।১।। অজস্য ব্ৰহ্মণো মা চ লক্ষীস্তত্র রমা গতা। তয়া চ নগরং রম্যমজমেরমজং স্মৃতম্।। ২।। দশবর্ষং কৃতং রাজ্যং তোমরস্তৎসুতোহ ভবৎ। পার্থিবেঃ পূজয়ামাস বর্ষমাত্রং মহেশ্বরম্।।৩।। ইন্দ্ৰপ্ৰস্থং দদৌ তস্মৈ প্রসন্নো নগরং শিবঃ। তদন্বয়ে চ যে জাতাস্তোমরাঃ ক্ষত্রিয়াঃ স্মৃতাঃ।।৪।। তোমরাবরজশ্বৈব বয়হানিসুতঃ শুভঃ। নান্না সামলদেবশ্চ প্রশ্রিতোহ ভূন্মহীতলে।।৫।।

।। অজমের তোমর নরেশকর্মা বর্ণন।।

এই অধ্যায়ে অজমের নগর বৃত্তান্ত তথা তোমর বংশ বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে।

সূতজী বললেন–বয়ঃহানি নামক মহীপাল মধ্যদেশে নিজ পদ গ্রহণ করে ব্রহ্ম রচিত অজমের নগর নির্মাণ করেছিলেন। সেখানে রমা বাস করছিলেন। তাই সেই রম্য অজমের নগর বলা হত।। ১-২।।

রাজা দশবর্ষ পর্যন্ত রাজত্ব করেন এবং তার পুত্র তোমর জাত হন। তিনি এক বৎসর পার্থিব মহেশ্বরের অভ্যচন করেন। ভগবান শিব পরম প্রসন্ন হয়ে তাকে ইন্দ্র প্রস্থ দিয়েছিলেন। তার বংশে যে সকল ক্ষত্রিয় জাত হন তারা সকলে এই প্রতাপীয় নামে তোমর ক্ষত্রিয় নামে পরিচিত।। ৩- ৪।।

রাজা তোমরের ছোটপুত্র চয়হানি জাত হন। সামদেব এই নামে তিনি এই পৃথিবীতে পরিচিত হন। তিনি সাত বৎসর পর্যন্ত রাজত্ব করেন। তার পুত্র মহাদেব পিতার ন্যায় রাজত্ব করেন। তার পর অজয় জাত হন। তিনিও পিতৃতুল্য রাজ্য পালন করেন। তাঁর পুত্র বীরসিংহ ৫০ বৎসর রাজত্ব করেন। তাঁর পুত্র বিন্দুসার পিতার অর্ধেক রাজত্ব করেন। তাঁর দুই যমজ সন্তান হয়েছিল, তন্মধ্যে একটি পুত্র ও একটি কন্যা ছিল। কন্যান নাম চীরা, এবং পুত্র বীরবিহাতক।। ৫-৮।।

সপ্তবর্ষং কৃতং রাজ্যং মহাদেবস্ততোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যমজয়সচ ততো ভবৎ।।৬।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বীর সিংহ স্ততোহ ভবৎ। শতাৰ্দ্ধাব্দং কৃতং ততোবিন্দুসুরোহ ভবৎ।।৭। পিতুরর্দ্ধং কৃতং রাজ্যং মধ্যদেশে মহাত্মনা তস্মাচ্চ মিথুনং জাতং বীরা বীরবিহাওকঃ।।৮।। বিক্রমায় দদৌ বীরাং পিতা বেদবিধানতঃ। স্বপুত্রায় স্বকং রাজ্যং মধ্যদেশান্তরং মুদা।।৯।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং মানিক্যস্তৎসুতোভবৎ। শতাৰ্দ্ধাব্দং কৃতং রাজ্যং মহাসিংহস্ততোহ ভবৎ।।১০। পিতুস্তল্যং কৃতং রাজ্যং চন্দ্রগুপ্তস্ততোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং তৎসুতশ্চ প্রতাপবান্।।১১। পিতুস্তল্যং কৃতং রাজ্যং মোহনস্তৎসুতোহ ভবৎ। ত্রিংশদব্দং কৃতং রাজ্যং শ্বেতরায়স্ততোহ ভবৎ।।১২। পিতুস্তল্যং কৃতং রাজ্যং নাগবাহস্ততোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং লোহধারহস্ততোহ ভবৎ।।১৩।।

রাজা বিক্রমকে বেদসম্মত ভাবে কন্যা চীরাকে দান করেছিলেন। নিজপুত্রকে মধ্য দেশে রাজ্য দিয়েছিলেন। তার পুত্র মাণিক্য পঞ্চাশ বৎসর রাজত্ব করেন। তার বংশধরগণ মহাসিংহ চন্দ্রগুপ্ত পিতৃতুল্য রাজত্ব করেন। তার পুত্র প্রতাপগণ পিতৃতুল্য রাজত্ব করেন। তার পুত্র মোহন ত্রিশ বৎসর রাজত্ব করেন।। তার পুত্র- পৌত্রাদিগণ হলেন শ্বেতরায়- নাগবাহ-লোহধার-বীরসিংহ -এঁরা সকলে পিতার ন্যায় রাজ্য ভোগ করেন। বীরসিংহের পুত্র বিবুধ ৫০ বৎসর রাজত্ব করেন। তাঁর পুত্র-পৌত্রাদিগণ হলেন চন্দ্ররায়-হরিহর-বসন্ত-রলাংগ -প্রমথ-মংগরায়-বিশাল-মন্ত্রদেব-জয়সিংহ। তাঁরা সকলে পিতার ন্যায় রাজ্য পালন করেন। জয়সিংহ সমস্ত আর্যদেশ জয় করেন। তিনি এর পর জয় করা সম্পদ দিয়ে বহুফল প্রদানকারী যজ্ঞ করিয়েছিলেন।। ৯-২০।।

পিতুস্তল্যং কৃতং রাজ্যং বীরসিংহস্ততোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বিবুধস্তসুতোহ ভবৎ।।১৪।। শতাৰ্দ্ধাব্দং কৃতং রাজ্যং চন্দ্ররায়স্ততোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং ততো হরিহরোহ ভবৎ।।১৫। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বসন্তস্তস্য চাত্মজঃ। পিতুস্তল্যং রাজ্যং বলাঙ্গস্তনয়োহ ভবৎ।।১৬।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং প্রথমস্তৎসুতোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং মঙ্গরায়স্ততোহ ভবৎ।।১৭।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং বিশালস্তস্য চাত্মজঃ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং শাঙ্গদেবস্ততোহ ভবৎ।। ১৮।। পিতুস্তল্যং কৃতং রাজ্যং মন্ত্রদেবস্ততোহ ভবৎ। পিতুস্তল্যং কৃতং রাজ্যং জয়সিংহস্ততোহ ভবৎ।।১৯।। আর্যদেশাশ্চ সকলা জিতাস্তেন মহাত্মনা। তদ্বনৈঃ কারয়ামাস যজ্ঞং বহুফলপ্রদম্।।২০।। ততশ্চানন্দ দেবো হি জাতঃ পুত্রঃ শুভাননঃ। শতাৰ্দ্ধাব্দং কৃতং রাজ্যং জয়সিংহেন ধীমতা।।২১।। তৎসুতেন পিতুস্তল্যং কৃতং রাজ্যং মহীতলে। সোমেশ্বরস্তস্য সুতো মহাশূরো বভূব হ।।২২।।

তার পুত্র আনন্দদেব জাত হন। জয়সিংহ ৫০ বৎসর রাজত্ব করেন। তার পুত্র পিতার ন্যায় রাজত্ব করেন। তার পুত্র সোমেশ্বর মহান শূরবীর ছিলেন। অনন্ত পালের পুত্র জ্যেষ্ঠাকীর্তি মালিনীর সঙ্গে যথাবিধানে বিবাহ করেন। তার পুত্রগণের মধ্যে ধুন্ধুকার জ্যেষ্ঠ ছিলেন, তিনি মথুরারাষ্টে স্থিত ছিলেন। মধ্যমপুত্র কুমারাখ্য পিতৃপদে সমাস্থিত ছিলেন।। ২১-২৪।।

অনঙ্গপালস্য সুতো জ্যেষ্ঠাং বৈ কীর্তিমালিনীম্। তামুদ্বাহ্য বিধানেন তস্যাং পুত্রানজীজনৎ।।২৩।। ধুন্ধুকারশ্চ বৈ জ্যেষ্ঠো মথুরারাষ্ট্র সংস্থিতঃ। মধ্যঃ কুমারাখ্যসুতঃ পিতুঃ পদসমাস্থিতঃ।।২৪।। মহীরাজস্তু বলাবংস্তৃতীয়ো দেহলীপতিঃ। সহোদ্দীনস্য নৃপতেবশমাপ্য মৃতিং গতঃ।।২৫।। চপহানেশ্চ স কুলং ছায়য়িত্বা দিবং যযৌ। তস্য বংশে তু রাজন্যাস্তেষাং পত্ন্যঃ পিশাচকৈঃ।।২৬। ম্লেচ্ছশ্চ ভুক্তবত্যস্তা বভূবুবর্ণসংকরাঃ। ন বৈ আর্যা ন বৈ ম্লেচ্ছা জট্রা জাত্যা চ মেহনাঃ।।২৭। মেহনা ম্লেচ্ছজাতীতা জট্টা আৰ্যময়াঃ স্মৃতাঃ। ক্বচিৎ ক্বচিৎ যে শেষাঃ ক্ষত্রিয়াশ্চ পহানিজাঃ।।২৮।।

মহীরাজ বলবান তৃতীয় পুত্র দেহলী নগরীর স্বামী ছিলেন। তিনি সহোদ্দীন রাজাকে বশে এনে মারা যান।। ২৫।।

তিনি চাপহানির কুল ধ্বংশ করে স্বর্গে গিয়েছিলেন। তার বংশে যে রাজন্য ছিলেন তাঁদের পত্নীগণ ম্লেচ্ছগণের দ্বারা ভোগী হয়ে বর্ণসংকর উৎপন্ন করেচিলেন। সেই জাতি জাঠ এবং মেহন নামে পরিচিত। মেহন ম্লেচ্ছ জাতি এবং জাঠ আর্যধর্ম এরূপ বলা হত। কোথাও কোথাও চয়হানির উৎপন্ন শেষ সন্তান ছিল।। ২৬-২৮।।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *