1 of 2

অক্ষয়-ফল ব্রত

অক্ষয়-ফল ব্রত

এই ব্রতও চার বছর করতে হয়। প্রথম বছর অক্ষয়-তৃতীয়ার দিন ব্রাহ্মণকে সশিস ডাব, আম, বেল, কলা, হরীতকী, মিষ্টি, পৈতে ও সাধ্য অনুযায়ী দক্ষিণা দিতে হবে। দ্বিতীয় বছর দু-জন, তৃতীয় বছর তিনজন ও চতুর্থ বছর চারজন ব্রাহ্মণকে ওইভাবে অক্ষয়-তৃতীয়ার দিন ফল, মিষ্টি ইত্যদি দিতে হবে। ব্রত উদযাপনের দিন চারজন ব্রাহ্মণকে পরিতুষ্ট করে আহার করিয়ে তাঁদের ধুতি, উড়ুনি, পৈতে, খড়ম, ছাতা ও দক্ষিণা দিতে হবে। প্রথম বছর যাঁর কাছ থেকে ব্রত নেওয়া হয় তাঁকে ব্রত উদযাপনের দিন ৫টি সোনা অথবা রুপোর ফল এবং একটি রুপোর টাকা দক্ষিণা দিতে হবে।

অক্ষয়-ফল ব্রত সমাপ্ত।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *